সৌভিক মুখার্জী, কলকাতা: হেলমেট ছাড়া আর মিলবে না পেট্রোল! হ্যাঁ, আজ অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকেই উত্তরপ্রদেশ রাজ্য জুড়ে চালু হল ‘নো হেলমেট, নো ফুয়েল’ (No Helmet No Fuel) অভিযান। আর এই অভিযান আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। জানা গিয়েছে, এই নিয়মের আওতায় হেলমেট ছাড়া যদি কেউ পেট্রোল পাম্পে যায়, তাহলে তাকে আর পেট্রোল দেওয়া হবে না।
বড়সড় বার্তা মুখ্যমন্ত্রীর
রিপোর্ট অনুযায়ী, এই উদ্যোগ নিয়ে নিজেই মুখ খুলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, আমাদের উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়, বরং সবাইকে নিরাপদে রাখার জন্য সচেতন করা। প্রথমে হেলমেট নিয়ে আসুন, তারপর ফুয়েল! এই নিয়ম মানলে দুর্ঘটনা অনেকটাই কমবে। তিনি দাবি করছেন, শুধু আইন মানার জন্য নয়, বরং নিজের প্রাণ রক্ষার ক্ষেত্রে প্রতিটি বাইক আরোহীর হেলমেট পড়া জরুরী।
উল্লেখ্য, প্রতিটি জেলায় এই অভিযান চালাবে জেলাশাসকের নেতৃত্বাধীন জেলা সড়ক নিরাপত্তা কমিটি। পাশাপাশি পুলিশ, পরিবহন দপ্তর ও প্রশাসন যৌথভাবে নজরদারি চালাবে। এমনকি খাদ্য ও লজিস্টিক দপ্তরের মাধ্যমে প্রতিটি পেট্রোল পাম্পে সমন্বয়ে বজায় রাখা হবে। এ বিষয়ে পরিবহন কমিশনার ব্রজেশ নারায়ণ সিং জানিয়েছেন, সরকার প্রচার চালাতে পারে। তবে আসল দায়িত্ব জনগণেরই। হেলমেট পড়া মানেই নিজের জীবনকে সুরক্ষা করা।
এক্ষেত্রে উল্লেখ্য, এই অভিযানে সবথেকে বড় ভূমিকা রাখতে হবে পেট্রোল পাম্প মালিকদের। কারণ, নিয়ম কঠোরভাবে মানলে তবেই তা সাধারণ মানুষের মধ্যে বাস্তবায়িত হবে। এর জন্য রাজ্য সরকার সমস্ত তেল বিপণন সংস্থাগুলিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুনঃ চিনে গিয়ে সবথেকে বিলাসবহুল Hongqi L5 গাড়ি চড়লেন মোদী! জানুন এর বিশেষত্ব ও দাম
দুর্ঘটনা কমানোই মূল উদ্দেশ্য
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, উত্তরপ্রদেশ সরকারের এই উদ্যোগ শুধুমাত্র শাস্তির ভয়ের জন্য নয়, বরং হেলমেটের গুরুত্ব দিয়ে জনসচেতনতা বাড়ানোরও পদক্ষেপ। প্রতিবছর দুই চাকার যান দুর্ঘটনায় বহু মানুষ নিজের প্রাণ হারায়। তবে হেলমেট ব্যবহার করলে এই প্রাণহানির ঝুঁকি অনেকটাই কমবে। এখন দেখার এই পদক্ষেপ কতদূর বাস্তবায়িত হয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |