সৌভিক মুখার্জী, কলকাতা: এতদিন পাঁচ কিলোমিটারের মধ্যে ব্যাঙ্ক পরিষেবা (Banking Service) দেওয়া সরকারের মূল লক্ষ্য ছিল। তবে এবার সেই দূরত্ব কমিয়ে তিন কিলোমিটার আনা হচ্ছে। হ্যাঁ, দেশ জুড়ে আর্থিক অন্তর্ভুক্তিকরণের পথে বিরাট সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এবার টার্গেট করা হচ্ছে যে, দেশের প্রতিটি গ্রাম এবং পঞ্চায়েতে ব্যাঙ্কিং পরিষেবাকে তিন কিলোমিটারের মধ্যে আনতে।
আর এই বৃহৎ পরিকল্পনার মূল ভিত ধরেছে ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস ও ডিপার্টমেন্ট অফ পোস্টস। সূত্র বলছে, সরকারের অন্যতম হাতিয়ার হবে এবার ইন্ডিয়ান পোস্ট। কিন্তু কীভাবে আর কবে থেকে মিলবে পরিষেবা? সবটা রইল আজকের প্রতিবেদনে।
কেন এই উদ্যোগ নেওয়া হচ্ছে?
দেশের প্রায় 6 লক্ষ গ্রাম এবং 2.7 লক্ষ পঞ্চায়েতের মধ্যে এখনো এমন অনেক অঞ্চল রয়েছে, যেখানে কোন ব্যাঙ্ক নেই, এটিএম নেই। হ্যাঁ, ব্যাঙ্কের সুবিধা পেতে গেলে বহু দূর পর্যন্ত হেঁটে যেতে হয়। যদিও মার্চ মাস পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, পাঁচ কিলোমিটারের মধ্যে 99.9% গ্রামে যেকোনো ব্যাঙ্কের আউটলেট রয়েছে। তবে এখনো 578 টি গ্রাম এরকম রয়েছে, যেগুলি ব্যাঙ্কিং পরিষেবার বাইরে।
আর সবথেকে বেশি ব্যাঙ্কবিহীন গ্রাম রয়েছে অরুণাচল প্রদেশে 123 টি, মনিপুরে 108 টি, ছত্রিশগড়ে 58 টি, মহারাষ্ট্রে 34 টি এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 36 টি। তবে তুলনায় পশ্চিমবঙ্গ, দিল্লি, কেরল, পাঞ্জাব এবং বিহার পাঁচ কিলোমিটারের মধ্যে ব্যাঙ্ক কভারেজ করে ফেলেছে।
পাঁচ কিমি. থেকে কমিয়ে তিন কিমি. করার উদ্যোগ
প্রসঙ্গত, সরকারের এই প্রকল্পের আওতায় দেশের সমস্ত পঞ্চায়েত এবং গ্রামগুলিকে চিহ্নিত করা হবে, যেগুলি এখনো ব্যাঙ্কিং পরিষেবা থেকে বঞ্চিত। আর এই অঞ্চলগুলিতে ব্যাঙ্কিং পরিষেবা চালু করা হবে। পাশাপাশি ব্যবসায়িক প্রতিনিধিও নিয়োগ করা হবে। এমনকি মোতায়েন থাকবে e-PoS সিস্টেম। জানা যাচ্ছে, রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগেই এই পরিষেবা চালু হবে।
ভূমিকা রাখছে ভারতীয় পোস্ট
তবে ইন্ডিয়ান পোস্টের পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এই প্রকল্পের মূল চাবিকাঠি হতে চলেছে। কারণ পোস্ট অফিসের কর্মীরা নির্দিষ্ট দিনে গ্রামে গ্রামে গিয়ে এবার ব্যাঙ্কের পরিষেবা দেবে। এমনকি তারা সঙ্গে নিয়ে যাবে e-PoS মেশিন, নগদ অর্থ এবং প্রয়োজনীয় কাগজপত্র। তবে পরিষেবা দেওয়া হবে মোটামুটি পঞ্চায়েত ভবন বা কমন পাবলিক প্লেসে, যেখানে বসার ব্যবস্থাও থাকবে।
আরও পড়ুনঃ ৭ থেকে বেড়ে ১৭%, হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে OBC নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
এই ব্যাঙ্ক পয়েন্টে কী কী সুবিধা মিলবে?
জানা যাচ্ছে, এখানে ব্যালেন্স চেক করা যাবে, টাকা তোলা যাবে বা জমা দেওয়া যাবে, বিভিন্ন সরকারি স্কিমের সুবিধা নেওয়া যাবে, ইউপিআই-এর মাধ্যমে ডিজিটাল লেনদেন করা যাবে। এমনকি সেভিংস অ্যাকাউন্টের সমস্ত পরিষেবাও পাওয়া যাবে। তাই শুধু এখন হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা, কবে এই প্রকল্প বাস্তবায়ন হয় তার দিকেই মুখিয়ে থাকবে সবাই।