বেশি ভাড়া নয়, সঠিক রেটে টোটো করে ঘুরুন শান্তিনিকেতন! শুরু হল নয়া পরিষেবা

Published on:

bolpur santiniketan

শ্বেতা মিত্র, কলকাতাঃ ২০২৪ সাল শেষ হতে চলেছে আর মাত্র কয়েকটা দিন পরেই। এদিকে শীতটাও জাঁকিয়ে পড়তে চলেছে। এহেন অবস্থায় আপনারও কি কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হচ্ছে? বিশেষ করে শান্তিনিকেতনে? তাহলে আপনার জন্য রইল এক দারুণ সুখবর। এই শীতে মিঠে রোদ গায়ে মেখে যদি আপনারও রবি ঠাকুরের দেশে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে থাকে তাহলে আপনার জন্য সেখানে অপেক্ষা করছে এক ভালোরকম চমক। আসলে যারা বোলপুর-শান্তিনিকেতন ঘুরতে গিয়ে সাইটসিইং করবেন বলে ভেবেছেন তাঁদের জন্য আনা হয়েছে এক বিশেষ অ্যাপ। যেখানে আপনি আপনার পছন্দ মতো জায়গায় সিলেক্ট করে গাড়ি করে ঘুরতে পারবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শান্তিনিকেতনে লঞ্চ হল বিশেষ অ্যাপ

আসলে পর্যটকদের দুর্ভোগ কমাতে এবার শান্তিনিকেতনে লঞ্চ করা হয়েছে একটি বিশেষ অ্যাপ যার মাধ্যমে আপনি এবার সহজেই টোটো বুক করে নিতে পারবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। অর্থাৎ এবার আপনার হাতের নাগালেই চলে আসবে টোটো। করতে হবে না কোনো দরাদরি, কারণ ওই অ্যাপে সবই থাকবে। কোন জায়গায় গেলে কত টাকা খরচ হবে সবটাই উল্লেখ করা থাকবে ওই অ্যাপে। এখন নিশ্চয়ই ভাবছেন যে এই অ্যাপটির নাম কী? জানিয়ে রাখি, এই অ্যাপটির নাম হল ‘টোটোওয়ালা’।

এবার অ্যাপের মাধ্যমে বুক করুন টোটো

এতদিন অ্যাপ ক্যাব বা বাইক দেখা যেত, কিন্তু এখন মিলবে টোটোও। তবে এই পরিষেবা আপাতত শুরু হয়েছে বোলপুর-শান্তিনিকেতনেই। এই প্রসঙ্গে টোটো ওয়ালা অ্যাপের নির্মাতাদের মধ্যে অন্যতম বিশ্বভারতীর প্রাক্তনী শুভ নাথ জানান, “প্লে-স্টোর থেকে সহজেই এই অ্যাপ ডাইনলোড করে বুকিং করতে পারবেন পর্যটকরা। এখনও অবধি ১০০ জন টোটো চালক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ৷ অ্যাপে চালকদের আধার কার্ড, ছবি, ফোন নম্বর থাকছে ৷ ফলে যাত্রী সুরক্ষা থাকছে ৷ এছাড়া, ভাড়া নিয়ে কাউকে বচসা করতে হবে না ৷ বিভিন্ন রুটের ভাড়া বিস্তারিত ভাবে ধার্য করা থাকছে, যে যেমন ভাবে ইচ্ছে বুকিং করতে পারবেন।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কীভাবে ব্যবহার করবেন এই অ্যাপ?

নিজের নাম, ইমেল আইডি ও ফোন নম্বর দিয়ে অ্যাপটি লগ ইন করতে হবে ৷ সেখানে শান্তিনিকেতন ভ্রমণের এক একটি জায়গার নাম ও ভাড়া লেখা থাকছে ৷ তা দেখে ক্লিক করে বুকিং করতে পারবেন যাত্রীরা ৷ এমনকী, ঘণ্টা হিসাবেও টোটো বুকিং করা যাবে, দিনভর প্যাকেজ হিসাবেও বুকিং করা যাবে৷

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group