বৈশাখী মণ্ডল, কলকাতাঃ এই প্রতিযোগিতার জীবনে আমরা সকলেই চাই খুব সহজে সাফল্য পেতে। কিন্তু সাফল্য যে সহজে আসেনা। আমাদের পূর্বের মনিষীদের বলে যাওয়া কথা গুলো যদি অক্ষরে অক্ষরে পালন করা হয় তবে সাফল্য আসবেই আপনার। আচার্য চাণক্য (Chanakya) বলেছেন জীবনে সাফল্য পেতে হলে এই ৭ টি অভ্যাস নিজের ভিতর গড়ে তুলতে হবে। চাণক্যের গুরু মন্ত্র কোনোদিন বৃথা যায়নি। আসুন জেনে নিই গুরু মন্ত্রগুলো কি কি!
বই পড়া নিয়ে চাণক্যের নীতি
শিক্ষামূলক বই পড়ার সাথে সাথে একটা মানুষকে সব ধরনের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সবসময় ভদ্র ভাবে কথা বলুন এবং মুখে সবসময় মিষ্টি ভাব রাখুন। কারণ, ভদ্র ও মিষ্টি ভাষীদের সবাই পছন্দ করেন এবং এদের সাফল্যের বাধা আসেনা। আপনি যে লক্ষ্যে এগোতে চান তা যতক্ষণ না পর্যন্ত সাফল্য পাচ্ছেন, ততক্ষণ তা গোপনে রাখুন। এবং ক্রমশঃ লক্ষ্যের পথে এগোতে থাকুন।
সফল হওয়ার জন্য চাণক্যের নীতি
এছাড়াও যে ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠেন এবং রাতে তারাতারি ঘুমোতে যান তার ঘুম সম্পূর্ণ হয়। এবং শরীর সতেজ থাকে। ফলে সারাদিন তার মন ফুরফুরে থাকে এবং কাজে মনোনিবেশ আসে। তাই ঘুম থেকে তারাতারি ওঠা আর ঘুমতে তারাতারি যাওয়া অভ্যাস করুন। চাণক্যের মতে যে মানুষ তার উপার্জনের সব টাকা খরচ না করে কিছু সঞ্চিত রাখেন, সে কোনোদিন কোনো কঠিন সমস্যায় পরেন না। অর্থাৎ সঞ্চয় করুন এবং বুদ্ধি দিয়ে ব্যয় করুন। পরিচিত এবং ব্যক্তিগত সম্পর্ক বাড়িয়ে তুলুন।
আরও পড়ুনঃ এভারেস্টের থেকে ১০০ গুণ উঁচু দুই পর্বত শৃঙ্গের খোঁজ
যে ব্যক্তি কঠোর পরিশ্রমি সে সবসময় সর্বক্ষেত্রে সাফল্য পায়। আবার যে নিজের বুদ্ধি ও প্রচেষ্টার ভিত্তিতে এগিয়ে চলে সে দ্রুত সফল হয়। এই আচার্য চাণক্যের গুরু মন্ত্রগুলো মেনে চলুন। আপনার সাফল্য অনিবার্য।