বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল একটি ভিডিও। যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে এক মহিলার সাথে আপত্তিকর অবস্থায় দেখা যাচ্ছে, বলেই দাবি একাংশের। শোনা যাচ্ছে, এমন গোপন ভিডিও প্রকাশ্যে (Pak PM Video Leaked) আসতেই পাকিস্তান জুড়ে উঠছে শরীফের পদত্যাগের দাবি। কিন্তু ভিডিওটি আদৌ কতটা সত্যি? আসলেই কি সেখানে পাক প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছে?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
গত 6 অক্টোবর, Baba Banaras নামক একটি এক্স হ্যান্ডেল থেকে ভাইরাল হয় একটি ভিডিও। তার ক্যাপশনে দাবি করা হচ্ছে, ভিডিওটিতে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক মহিলার সাথে আপত্তিকর অবস্থায় রয়েছেন। আর সেই দৃশ্য ভাইরাল হওয়ার পর থেকেই পাকিস্তানের রাজনীতিতে আলোড়ন তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সফর এবং লন্ডনে সম্পত্তি চুক্তির পর ফিরে আসা শেহবাজের পদত্যাগের দাবি জানাচ্ছেন অনেকেই।
ভিডিওটিতে ভাল ভাবে চোখ রাখলে দেখা যাবে, একজন মহিলা হাতে ফোন নিয়ে ভিডিও করছেন, তিনি বিছানায় শুয়ে। তাঁর ঠিক পাশেই শুয়ে রয়েছেন এক মধ্যবয়স্ক ব্যক্তি। যাঁর মুখের আদল মিলে যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজের সাথে। আর তারপর থেকেই নাকি পাকিস্তান জুড়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছেন বাসিন্দারা! কিন্তু এই খবর কতটা সত্যি?
ভাইরাল ভিডিও প্রসঙ্গে আদতে পাকিস্তানবাসির কী মত?
খোঁজ নিয়ে জানা গেল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও যা মূলত পাক প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ দৃশ্য হিসেবে দাবি করা হচ্ছে তা নিয়ে পাকিস্তানের একটা বড় অংশের নেট নাগরিকের বক্তব্য, ‘এই ভিডিও সম্পূর্ণ ভুয়ো। ভিডিওটিতে যাকে দেখা যাচ্ছে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নন।’ অনেকেই বলছেন ভিডিওটি পুরোপুরি AI দিয়ে তৈরি! কারোর দাবি, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার না হলেও ভিডিওটি এডিট করা হয়েছে।’ সব মিলিয়ে, সোশ্যাল মিডিয়ায় পাক প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে কাটাছেঁড়া হলেও আদতে পাকিস্তানের জনগণ ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন।
BREAKING : An old intimate video of the current Prime Minister of Pakistan Shehbaz Sharif has created a stir in Pakistani politics after it went viral.
There are demands for the resignation of Shahbaz Sharif who returned after visiting America & doing a property deal in London. pic.twitter.com/xQlnlEzvrE— Baba Banaras™ (@RealBababanaras) October 6, 2025
অবশ্যই পড়ুন: ইরানে না যাওয়ায় সমর্থকদের বিক্ষোভের মুখে কামিংসরা, মেজাজ হারালেন দিমি! ভিডিও ভাইরাল
উল্লেখ্য, সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এক মহিলা এবং এক ব্যক্তির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রসঙ্গে X এর জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট বট Grok কে প্রশ্ন করা হলে সে জানায়, এই ভিডিওটি সার্বিকভাবে এডিট করেই তৈরি করা হয়েছে। এই ভিডিওর সত্যতা কতটা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইলন মাস্কের xAI চ্যাটবটও।