পার্থ সারথি মান্না, কলকাতাঃ সারাবছরই মহাকাশে কিছু না কিছু ঘটে চলেছে। তবে কিছু ঘটনা এমন হয় যেগুলো বহু বছর পর বা হয়তো সারা বছরে এক আধবার ঘটে। এবছর জানুয়ারি মাসে এমনই এক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে পৃথিবীবাসী। আগামী ২১শে জানুয়ারি থেকেই দেখা যেতে পারে গ্রহের কুচকাওয়াজ (Parade of Planets)। যেটা পরিষ্কার আকাশ থাকলেই দেখা যাবে। ভাবছেন গ্রহের কুচকাওয়াজ আবার কি? চলুন জেনে নেওয়া যাক।
জানুয়ারির শেষে দেখা যাবে গ্রহের কুচকাওয়াজ | Parade of Planets
আসলে যখন চারটি বা তার বেশি গ্রহ একেরপর এক একটা লাইনের মত পাশাপাশি চলে আসে তখন সেটাকে বলা হল Parade of Planets। যদিও গ্রহগুলি একই লাইনে আসে না, কারণ প্রতিটা গ্রহ নিজের কক্ষপথে ঘূর্ণিয়মান অবস্থায় রয়েছে। তাছাড়া প্রতিটি গ্রহের মাঝেই লক্ষাধিক কিলোমিটারের দূরত্ব রয়েছে। তবে আপেক্ষিকভাবে দেখলে মনে হয়ে যে একটা লাইনে চলে এসেছে গ্রহগুলি তখনই সেটাকে গ্রহের কুচকাওয়াজ বলা হয়।
এই ঘটনা খুব বিরল না হলেও জানুয়ারি মাসে একইসাথে মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, ভেনাস, নেপচুন ও শনি মোট ৭ টি গ্রহকে একই রেখেই দেখতে পাওয়া যেতে পারে। এতগুলি গ্রহ একসাথে আসার মত ঘটনা খুব কমই দেখতে পাওয়া যায়।
কিভাবে দেখা যাবে এই গ্রহের কুচকাওয়াজ?
ভারতে আজ থেকেই দেখা যাবে গ্রহের কুচকাওয়াজ। তবে যেমনটা জানা যাচ্ছে, ২১ শে জানুয়ারি রাত্রি ৮.৩০ মিনিটে সবচেয়ে ভালো দেখা যাবে প্যারেড অফ প্ল্যানেটস। তবে সেক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে।ভালো করে এই মহাজাগতিক ঘটনা দেখার জন্য আকাশে মেঘ কম থাকতে হবে বা বলা ভালো আকাশ পরিষ্কার থাকতে হবে। একইসাথে কম আলো যুক্ত জায়গা থেকে বা শহরের থেকে দূরে গ্রাম্য এলাকা থেকে এটি বেশি ভালো করে দেখা যাবে।
তাছাড়া সমস্ত গ্রহগুলিকে খালি চোখে দেখা সম্ভব হবে না। সবটা যদি দেখতে চান তাহলে টেলিস্কোপের সাহায্য নিতে হবে। নেপচুন ও ইউরেনাস অপেক্ষাকৃত বড় গ্রহ হওয়ার ফলে সেটা খালি চোখে দেখা গেলেও বাকিগুলি দেখতে হলে টেলিস্কোপ লাগবেই। আজ অর্থাৎ ১৩ই জানুয়ারি পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, লালগ্রহ মঙ্গলের সামনে দিয়ে যাবে, যেটা দেখার মত দৃশ্য তৈরী করবে। এরপর ১৭ ও ১৮ই জানুয়ারি শুক্র ও শনিকে একই রেখেই আসতে দেখা যাবে। শেষমেশ ২১শে জুলাই ৬টি গ্রহকে একসাথে দেখা যাবে।
আরও পড়ুনঃ ফেব্রুয়ারির প্রথমেই সরস্বতী পুজো, জেনে নিন বসন্ত পঞ্চমীর দিনক্ষণ ও শুভ মুহূর্ত
২৫ শে জানুয়ারি সবচেয়ে গুরুত্বপূর্ণ
২১ শে জানুয়ারি থেকে ৬টি গ্রহ দেখা গেলেও ২৫ শে জানুয়ারি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই দিনে বুধও একই রেখায় আসবে কিছু সময়ের জন্য। ফলে প্যারেড অফ প্ল্যানেটসে একইসাথে মোট ৭টি গ্রহ দেখা যাবে এই দিনে। এমন ঘটনদেখতে পাওয়া একদিকে যেমন ভাগ্যের ব্যাপার তেমনি মনমুগ্ধকর।