অনেকটাই দাম কমল Parle G বিস্কুটের

Published:

parle-g biscuit price
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ উৎসবের আবহে মুদ্রাস্ফীতি থেকে মিলল আরও স্বস্তি। এবার কমল বিখ্যাত ব্র্যান্ডের বিস্কুটের দাম। আজ কথা হচ্ছে আপনার, আমার সবার প্রিয় Parle G নিয়ে। Parle G বিস্কুট হল সকলের কাছে এক ইমোশন। এই বিস্কুট দেখলেই যেন শৈশবে ফিরে যাওয়া যায়। যাইহোক, এবার এই কোম্পানির বিস্কুটের দাম বেশ খানিকটা কমল। এমনকি নতুন দাম কী, সেটা নিয়েও কোম্পানির তরফে একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

দাম কমল Parle G বিস্কুটের

গত কয়েক বছরে বিস্কুটের দাম বেড়েছে। তবে, GST হার কমানোর পর এখন বিস্কুটের দাম বেশ খানিকটা কমে গেছে। পার্লে-জি এই বিষয়ে তথ্য দিয়েছে। অর্থাৎ, আপনার প্রিয় বিস্কুট এখন সস্তা হয়ে গেছে। জানা গিয়েছে, ১০০ টাকা দামের পার্লে-জি-র ৮০০ গ্রামের প্যাকেট এখন ৮৯ টাকায় নেমে এসেছে। যেখানে ১,০০০ গ্রামের প্যাকেটের দাম ১৬০ টাকা থেকে কমে ১৪২.৪০ টাকায় নেমে এসেছে।

এর পাশাপাশি ক্র্যাকজ্যাক, মোনাকো, হাইড অ্যান্ড সিক এবং অন্যান্য বিস্কুটের প্যাকেটও সস্তা দামে পাওয়া যাচ্ছে। বিস্কুট ছাড়াও পার্লে-জি টফি এবং নমকিনের মতো জিনিসপত্রের দামও কমেছে। জিএসটি হার পরিবর্তনের পর, কেবল বিস্কুটই নয়, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও সস্তা হয়ে গেছে। এর মধ্যে রয়েছে শ্যাম্পু, চকলেট, ন্যুডস এবং অন্যান্য জিনিসপত্র। এছাড়াও, ৫ টাকা দামের বিস্কুটের প্যাকেট এখন ৪.৪৭ টাকায় পাওয়া যাবে। যার কারণে দোকানদারদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।

জিএসটি কত?

পার্লে-জি-র মতো বিস্কুটে আগে ১৮ শতাংশ জিএসটি ধার্য ছিল। এখন তা কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অনেক জিনিসের উপর আগে ২৮ শতাংশ জিএসটি ধার্য ছিল। এখন তা কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। এর মধ্যে গাড়ি এবং বাইকের মতো সরঞ্জামও অন্তর্ভুক্ত।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join