মালয়েশিয়াতেও চলবে ভারতের UPI, বিরাট চুক্তি করল NPCI

Published:

UPI in Malaysia
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন UPI-এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। আর এবার ভারতের ইউপিআই সিস্টেম মালয়েশিয়ার (UPI in Malaysia) সঙ্গে হাতে হাত মেলাল। হ্যাঁ, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার আন্তর্জাতিক ইউনিট NIPL এবার আনুষ্ঠানিকভাবেই মালয়েশিয়ার সঙ্গে তাদের পরিষেবা চালু করেছে। আর এর ফলে এখন মালয়েশিয়ায় ভ্রমণ করতে গেলে ইউপিআই-এর মাধ্যমেই করা যাবে পেমেন্ট।

সবথেকে বড় ব্যাপার, এই মুদ্রা বিনিময় কোনওরকম বৈদেশিক মুদ্রার উপর নির্ভর করবে না। এই প্রক্রিয়া সম্পূর্ণ ইউপিআই-এর মাধ্যমেই হবে। এমনকি ভারত সরকার দ্বারা স্বীকৃত। তবে শুধু মালয়েশিয়া নয়, আরও এমন বেশ কিছু দেশ রয়েছে, যেগুলিতে কেনাকাটা থেকে শুরু করে ব্যবসা সংক্রান্ত যে কোনও পেমেন্টের জন্যই ইউপিআই ব্যবহার করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে কাজ করবে এই গোটা প্রক্রিয়া।

মালয়েশিয়ার সঙ্গে হয়েছে চুক্তি

সম্প্রতি ভারত এবং মালয়েশিয়া ইউপিআই পেমেন্টের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। আর এই চুক্তির আওতায় মূলত ভারতের এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্ট লিমিটেড এবং মালয়েশিয়া পেমেন্ট গেটওয়ে RazorpayCurly এর সাথে একজোট বেঁধে কাজ করবে বলেই জানানো হয়েছে। আর এই চুক্তির ফলে ভারতীয় নাগরিকরা মালয়েশিয়ায় PhonePe, Google Pay, Paytm বা অন্যান্য যে কোনও অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে পেমেন্ট করতে পারবে। এটি মূলত মালয়েশিয়ার RazorpayCurly প্ল্যাটফর্মের মতোই কাজ করবে।

কারা লাভবান হবে?

এই নতুন ফিচার মূলত মালয়েশিয়ায় ভ্রমণকারী পর্যটকদের জন্যই উপকারে আসবে। এমনকি তারা কেনাকাটা বা অন্যান্য যে কোনও পেমেন্টের জন্য ইউপিআই-এর উপরে নির্ভর করতে পারবে। তাছাড়া মালেশিয়ান রিঙ্গিত বা আন্তর্জাতিক ক্রেডিট কিংবা ডেবিট কার্ড কেনার সাথেও সম্পর্কিত ফি এড়াতে পারবে এই ইউপিআই-এর মাধ্যমে। আর সবথেকে বড় ব্যাপার, এতে মালয়েশিয়ার ব্যবসায়ীরা বেশি পরিমাণ উপকৃত হবে। কারণ, তারা ব্যবসায়িক অর্থ প্রদানের জন্য এবার ইউপিআই ব্যবহার করতে পারবে।

আরও পড়ুনঃ ডাগ… ডাগ… ডাগ…! ৯৩ বছর পর মার্কেট কাপাতে হাজির নতুন রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০

বলে রাখি, এখনও পর্যন্ত মালয়েশিয়া সহ মোট 9টি দেশে আপনি ইউপিআই ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, ভারতীয় ইউপিআই ব্যবহার করেই এই দেশগুলোতে অর্থ প্রদান করতে পারবেন। আর সেই তালিকায় রয়েছে ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, মরিশাস, শ্রীলংকা, সিঙ্গাপুর, ভুটান, নেপাল এবং কাতার। তবে মালয়েশিয়া এতদিন এই তালিকায় ছিল না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join