সৌভিক মুখার্জী, কলকাতা: অনলাইনের দুনিয়ায় এখন নগদ টাকার কারবার সেরকম কেউ করে না বললেই চলে। ছোট ব্যবসায়ী থেকে বড় বড় দোকানদার, এখন সব লেনদেন হয় ইউপিআই-এর মাধ্যমে। Google Pay থেকে শুরু করে PhonePe, Paytm, এখন সবার হাতের মুঠোয়। তবে সম্প্রতি Google Play থেকে আসা একটি নোটিফিকেশন অনেকের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সেখানে বলা হচ্ছে, 31 আগস্টের পর থেকে Paytm নাকি আর কাজ করবে না। খবর ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে গুঞ্জন। আদৌ কি তাই?
আসল সত্যিটা কী?
Paytm কর্তৃপক্ষ স্পষ্ট বলে দিয়েছে, কোনোভাবেই অ্যাপ বা UPI পরিষেবা বন্ধ হচ্ছে না। শুধুমাত্র এই পরিবর্তন তাঁদের জন্যই প্রযোজ্য, যারা @paytm হ্যান্ডেল ব্যবহার করে নিয়মিত সাবস্ক্রিপশন পেমেন্ট করে। যেমন ইউটিউব প্রিমিয়াম কিংবা গুগল অন স্টোরেজ বা অন্য যেকোনো পেমেন্ট। অন্যদিকে সাধারণ ব্যবহারকারীদের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না।
Paytm UPI continues to work at Google Play ✅
All your regular payments continue to work as usual.You only need to update your UPI handle for recurring payments (like subscriptions). Change it from @paytm to new handles like @pthdfc, @ptaxis, @ptyes or @ptsbi.
For example, if…
— Paytm (@Paytm) August 29, 2025
তাহলে এইসব গ্রাহকদের কী করতে হবে?
যদি আপনার ইউপিআই আইডি @paytm হ্যান্ডেলে থাকে, তাহলে সেটি পরিবর্তিত হয়ে @pthdfc, @ptsbi, @ptaxis হ্যান্ডেল হতে পারে। অর্থাৎ, পুরনো @paytm হ্যান্ডেলের বদলে এখন নতুন ব্যাঙ্ক-ভিত্তিক হ্যান্ডেল ব্যবহার করতে হবে। আর সাবস্ক্রিপশন পেমেন্ট করতে গেলে নতুন ইউপিআই আইডি Google Pay বা PhonePe-এর মতো অ্যাপে আপডেট করে নিতে হবে। এমনকি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করা যাবে।
আরও পড়ুনঃ প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! খবর চাউর হতেই মুখ খুলল হোয়াইট হাউস
উল্লেখ্য, Paytm এর প্রধান বিজয় শেখর শর্মা জানিয়েছেন, গ্রাহকদের টাকা বা লেনদেন সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে। 31 আগস্টের পড় আগের মতোই পরিষেবা পাওয়া যাবে। এটি শুধুমাত্র একটি টেকনিক্যাল আপডেট। তিনি আরো জানিয়েছেন, NPCI-র অনুমতি নিয়েই Paytm এখন থার্ড-পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার হিসেবে কাজ করছে। সেই কারণেই নতুন ইউপিআই হ্যান্ডেল চালু করা হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |