সহেলি মিত্র, কলকাতা: ফের একবার নতুন রেকর্ড গড়ল পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশনে হাওড়া (Howrah)। এশিয়ার অন্যতম ব্যস্ততম এই রেল স্টেশনের ওপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার ট্রেন থেকে শুরু করে কয়েক লক্ষ যাত্রী যাতায়াত করছেন। তবে যত সময় এগোচ্ছে ততই এই স্টেশনের ওপর চাপ বাড়ছে। যাত্রী সংখ্যা তো বাড়ছেই, সেইসঙ্গে যাত্রী সুবিধার্থে আরও ট্রেন আনার দাবি করা হচ্ছে। এরই মাঝে এবার বড় সিদ্ধান্ত নেওয়া হল। খুলে দেওয়া হবে ১৬ নম্বর প্ল্যাটফর্ম। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
হাওড়া স্টেশন নিয়ে বড় সিদ্ধান্ত নিল রেল
যাত্রীদের চাপ বাড়াতে এবার ১৬ নম্বর প্ল্যাটফর্ম খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রেল। এই প্ল্যাটফর্মটি তৈরী করা হয়েছে। কথা ছিল, এখান থেকে স্পেশাল ট্রেন ছাড়বে। কিন্তু এবার সেই সিদ্ধান্ত বাতিল লড়ে লোকাল ট্রেন চালানোর কথা জানানো হল পূর্ব রেলের তরফে। অর্থাৎ লোকাল ট্রেনের জন্য বরাদ্দ করা হল আস্ত আরও একটা প্ল্যাটফর্ম, তাও কিনা আবার নতুন। এর ফলে যেমন রেলের ওপর চাপ কম পড়বে, সেইসঙ্গে নিত্য যাত্রীদের যাতায়াতের পক্ষে আরও সুবিধা হবে বলে আশাবাদী রেল।
খুলছে ১৬ নম্বর প্ল্যাটফর্ম
সম্প্রতি শতবর্ষে পা দিয়েছে হাওড়া স্টেশন। আর এই উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বড় ঘোষণা করেন ডিআরএম সঞ্জীব কুমার। অনেকেই হয়তো জানেন তো আবার অনেকেই হয়তো জানেন না যে দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়েছিল ১৬ নম্বর প্ল্যাটফর্মটি। এটি থাকলেও সেটির ওপর ট্রেন চলাচল করত না। তবে এবার এর ওপর দিয়ে লোকাল ট্রেন ছুটবে।
আরও পড়ুনঃ টানা দরপতন, এখনই বিনিয়োগের সঠিক সময়? দেখুন আজকের সোনা, রুপোর দাম
রেল কর্তারা জানান, আগামী এক-দেড় মাসের মধ্যে প্ল্যাটফর্মটি তৈরি হয়ে যাবে। প্রথমে সেখান থেকে স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা ছিল। লোকাল ট্রেনের চাপ বাড়ায় সেই সিদ্ধান্ত বাতিল হয়। সেখান থেকে লোকাল ট্রেন চালানো হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |