বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রাক্তন স্ত্রীকে প্রতি মাসে খোরপোষ বাবদ 6 হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। তবে শেষ পর্যন্ত অর্থ জোগাড় করতে না পারায় অসৎ পথ বেছে নিয়েছিলেন যুবক। জানা যায়, প্রাক্তন স্ত্রীকে প্রতি মাসে 6 হাজার টাকা খোরপোষ দিতে মহিলাদের সোনার চেন ছিনতাই করার পথ বেছে নেন নাগপুরের কানহাইয়া নারায়ণ বাউরাশী। তবে এই কুকর্মের জালে আটকে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়লেন ওই ব্যক্তি।
পুলিশের সামনে স্বীকারোক্তি কানহাইয়ার
যাই হয়ে যাক, আদালতের নির্দেশ অনুযায়ী প্রাক্তন অর্ধাঙ্গিনীকে প্রতিমাসে নির্ধারিত অর্থ পাঠাতে হবে। তাই আর্থিক দুর্বলতাকে সঙ্গী করেই ছিনতাইয়ের পথে পা বাড়িয়েছিলেন নাগপুরের ওই ব্যক্তি। সে কথা পুলিশের সামনে নিজেই স্বীকার করেছেন কানহাইয়া।
পুলিশের জেরায় নিজের অসহায়ত্বের কথা বলতে গিয়ে কানহাইয়া স্বীকার করে নেন, অন্তত চারটি ছিনতাইয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এরপরই পুলিশ কারণ জানতে চাইলে, ওই ব্যক্তি স্পষ্ট জানান, আদালত নির্দেশ দিয়েছে খোরপোশ বাবদ প্রাক্তন স্ত্রীকে প্রতিমাসে 6 হাজার টাকা মেটাতে হবে তাঁকে।
এদিকে গত দু’বছর ধরে তিনি বেকার। চেষ্টা করেও কোনও কাজ পাচ্ছেন না। কিন্তু সেসব সত্ত্বেও প্রতি মাসে ঘাড়ে 6 হাজার টাকার চাপ। তাই বাধ্য হয়েই প্রাক্তন স্ত্রীয়ের কাছে খোরপোষের টাকা পাঠাতে এই অবৈধ পথ বেছে নেন তিনি।
Jobless man turns to chain-snatching to pay Rs 6,000 monthly alimony to ex-wife
Unemployed for two years, the man felt…
Posted by Amish Aggarwala on Sunday, July 20, 2025
অবশ্যই পড়ুন: ১২ বছর পর ফের শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি, বাধা হয়ে দাঁড়াল IPL!
প্রসঙ্গত, পুলিশ সূত্রে খবর, 2020 সালের করোনা মহামারীর পরই দ্বিতীয়বারের জন্য বিয়ে করেছিলেন নাগপুরের কানহাইয়া। আর তারপরই চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েন তিনি। শত চেষ্টা করেও আয়ের কোনও উৎস খুঁজে পাচ্ছিলেন না ওই যুবক। তাই শেষ পর্যন্ত দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় ভয়ঙ্কর কাজে মনোনিবেশ করেন তিনি।
এদিকে পুলিশের তল্লাশি অভিযানের পরই উদ্ধার করা গিয়েছে একটি স্মার্টফোন, একটি বাইক সহ 10 গ্রাম সোনার গয়না। জানা যায়, সোনার গয়না চুরি করে স্থানীয় শ্রী সাই জুয়েলার্সে এগুলি বিক্রি করতেন কানহাইয়া। গোপন সূত্রে খবর পেয়ে, ওই সোনার দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |