“আমি যদি আগামীকাল মরে যাই…!” স্বামী প্রেমানন্দ মহারাজের ভাইরাল বার্তায় কাঁপল ভক্তমহল

Published:

Premananda Maharaj
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আধ্যাত্মিকতার গুরুদেব স্বামী প্রেমানন্দ মহারাজকে (Premananda Maharaj) কে না চেনে? বৃন্দাবন ধামের এই মহারাজ বর্তমানে অনেকের কাছেই অনুপ্রেরণা। তবে সম্প্রতি তাঁর কিছু স্বাস্থ্য ও শারীরিক অবস্থা সম্পর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিল। সেখানে দাবি করা হচ্ছিল, মহারাজ নাকি খুবই অসুস্থ, এমনকি হাসপাতালে ভর্তি। তবে আশ্রম ও মহারাজের পক্ষ থেকে পরে জানানো হয় যে, মহারাজ সম্পূর্ণ রূপে সুস্থ রয়েছেন। অযথা গুজব ছড়ানো হচ্ছে।

এদিকে স্বাস্থ্যজনিত সমস্যার ভিডিও ভাইরাল হতেই তাঁর আরও একটি বার্তা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে, যা তাঁর ভক্তদের জীবন বদলানোর মতো ভূমিকা রাখছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে মহারাজ তাঁর অনুসারীদের আগামীকালের মৃত্যু কল্পনা করে অমরত্বের পথ ব্যাখ্যা করেছেন। চলুন জেনে নেওয়া যাক, মহারাজ ঠিক কী কী বললেন এবং জীবনে সেগুলোকে কীভাবে অবলম্বন করবেন।

কে এই স্বামী প্রেমানন্দ মহারাজ?

জানিয়ে রাখি, স্বামী প্রেমানন্দ মহারাজের জন্ম কানপুরের আকারি গ্রামে। তাঁর আসল নাম অনিরুদ্ধ কুমার পান্ডে। মাত্র ১৩ বছর বয়সেই তিনি বাড়ি ছেড়ে আধ্যাত্মিকতার পক্ষে পা বাড়ান। এমনকি ১৫ মাস ধরে কাশিতে গুরু গৌরী শরণ জি মহারাজের নির্দেশনায় তিনি আধ্যাত্মিক সাধনা ও ভক্তিলাভ করেন। এরপর তিনি বৃন্দাবনে ফিরে আসেন এবং সেখানেই সাধনায় মগ্ন হন।

ভাইরাল মহারাজের বার্তা

স্বামী প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন, “আমি যদি আগামীকাল মরে যাই, তাহলে তোমরা সারাজীবন আমার শিক্ষা অনুসরণ করে চলবে। ধার্মিকতার পথ অনুসরণ করবে। কখনও ধর্মের বিরুদ্ধে যাবে না। কখনও কোনও সম্পদের দাস হবে না আর কখনও কারও দাস হওয়ার চেষ্টা করবে না। শুধুমাত্র শ্রীজির সেবা করবে।”

মহারাজের এই বার্তা অর্থাৎ মৃত্যুকে আলিঙ্গন করা, বহির্বিশ্বের বন্ধন ত্যাগ করা আর ধর্মের পথ অনুসরণ কথা ভক্তদের জীবনে যেন আশীর্বাদ হিসেবেই ধরা দিয়েছে। মহারাজ উপলব্ধ করেছেন যে, শারীরিক কষ্ট সত্বেও তাঁর মনোযোগ শুধুমাত্র ভক্তি ও আরাধনার কৃপাতেই আচ্ছন্ন।

আরও পড়ুনঃ ৩২টি জালিয়াতির মামলা, ৭ কোটির প্রতারণা! জাভেদ হাবিবের বিরুদ্ধে কড়া অ্যাকশনের প্রস্তুতি

মহারাজের দৈনন্দিন রুটিন

উল্লেখ্য, মহারাজ প্রতিদিন রাত দু’টোর সময় শ্রীকৃষ্ণ শরণম সোসাইটি থেকে রমন রেটির কালীকুঞ্জ কালীকুঞ্জ আশ্রমে প্রায় ২ কিলোমিটার পায়ে হেঁটে যেতেন। আর সেখানে হাজার হাজার ভক্ত তাঁকে দেখার জন্য জড়ো হতেন। তবে পদযাত্রা সম্প্রতি স্থগিত হওয়ার কারণে সেই অনুশীলন বন্ধ। এমনকি এখন প্রতিদিন ডায়ালাইসিস করছেন মহারাজ। জানা যাচ্ছে, তিনি দীর্ঘদিন ধরেই পলিসিস্টিক কিডনি ডিজিজ নামে একটি জেনেটিক রোগে ভুগছেন। এমনকি তাঁর দু’টো কিডনিই বর্তমানে ক্ষতিগ্রস্ত।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join