সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কেন্দ্র সরকার জিএসটির (GST) হার কমিয়েছে ৪০০-এর উপর বেশি পণ্যের উপর। নবরাত্রির প্রথম দিন থেকেই কার্যকর হয়েছে এই নতুন নিয়ম। তবে সাধারণ মানুষ ঠিক কতটা লাভবান হলেন, সেটাই খতিয়ে দেখেছে লোকাল সার্কেলসের এক সমীক্ষা। সেখানে ৭৮ হাজার মানুষ যোগদান করেছিলেন। ফলাফলে দেখা যাচ্ছে যে, প্যাকেটজাত খাবার বা ওষুধের ওপর সেরকম কোনও সুবিধা পাননি ক্রেতারা। তবে সবথেকে বড় সুবিধা পেয়েছে গাড়ি কেনার ক্ষেত্রে।
গাড়ি কেনার ক্ষেত্রে সবথেকে বড় লাভ
সমীক্ষা বলছে, ১০ জনের মধ্যে ৯ জন গাড়ি ক্রেতা সরাসরি জিএসটি হ্রাসের ফলে লাভবান হয়েছে। ৭৬% উত্তরদাতা জানিয়েছে, গাড়ি কেনায় তারা অনেকটা সুবিধা পেয়েছে আর ২৪ শতাংশ জানিয়েছে আংশিক সুবিধা মিলেছে। আর এতেই স্পষ্ট উঠে আসছে যে, গাড়ির বাজারে জিএসটি কমানোর প্রভাব সবথেকে বেশি পড়েছে।
প্যাকেটজাত খাবারে নেই স্বস্তি
ওই সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, প্যাকেটজাত খাবারে জিএসটি কমার সুবিধা দেওয়া হয়েছে কিনা। তবে মাত্র ১০% মানুষ বলছে সম্পূর্ণ সুবিধা পেয়েছে, ২১% মানুষ বলছে আংশিক লাভ হয়েছে, ৪৭% ক্রেতা জানাচ্ছে কোনও লাভবানই হয়নি। আর ২১% মানুষ কোনও মন্তব্য করেনি। ফলে বোঝাই যাচ্ছে যে, প্যাকেটজাত খাবারের খরচ কমার সুবিধা সাধারণ মানুষের হাতে পৌঁছয়নি।
ওষুধের ক্ষেত্রেও একই চিত্র
তবে ওষুধের উপর খরচ কমেছে কিনা জানতে চাওয়া হলে ১০% মানুষ জানিয়েছে সম্পূর্ণ সুবিধা পেয়েছে, ২৪% জানিয়েছে যে আংশিক সুবিধা পেয়েছে, ৬২% মানুষ বলছে কোনওরকম লাভবান হয়নি, আর ৪% মানুষ কোনও উত্তর দেয়নি। ফলে ওষুধের দামে তেমন কোনও হেরফের হয়নি।
আরও পড়ুনঃ মহাষ্টমীতে প্রিয়জনকে এভাবে জানান শুভেচ্ছা, রইল ৫০টি মন ছুঁয়ে যাওয়া বার্তা
ইলেকট্রনিক্স ও হোয়াইট গুডস
বড়সড় গৃহস্থালির পণ্য বা ইলেকট্রনিক্স কেনার ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। সেক্ষেত্রে ৩৪% মানুষ বলছে সম্পূর্ণ সুবিধা পেয়েছে, ৩৩% মানুষ বলছে কিছুটা সুবিধা মিলেছে, আর বাকি ৩৩% একেবারে লাভবান হয়নি বলেই জানিয়েছে।