মদ প্রেমীদের জন্য বিরাট খবর! ভারতে এবার কমছে স্কচ হুইস্কির দাম

Published on:

Scotch Whisky

সৌভিক মুখার্জী, কলকাতা: যারা সুরাপ্রেমী, তাদের জন্য বিরাট সুখবর! হ্যাঁ, বিশেষ করে যারা স্কচ হুইস্কির (Scotch Whisky) ভক্ত, তাদের জন্য যেন স্বপ্ন পূরণের মতো খবর সামনে আসলো। এবার ভারতে বিলেতি মদের দাম কমতে চলেছে! সম্প্রতি ভারত-ব্রিটেনের মুক্ত বাণিজ্যের চুক্তির জেরে আমদানি শুল্কে বড়সড় ছাড় এসেছে। আর যার প্রভাব পড়বে মদের দামে। 

কেন সস্তা হচ্ছে বিলেতি মদ?

প্রসঙ্গত, যে সমস্ত মদ আগে ব্রিটেন থেকে ভারতে আসত, তার ওপর 150 শতাংশের বেশি আমদানি শুল্ক চাপানো হতো। ফলে দাম পৌঁছে যেত লাগামছাড়া। কিন্তু ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি অনুযায়ী, সেই শুল্ক এবার অনেকটাই কমেছে। এমনকি এবার তা দাঁড়িয়েছে মাত্র 75%-এ। ফলে আমদানিকারী সংস্থাগুলির খরচ অনেকটাই কমবে। আর সরাসরি গ্রাহকদের পকেট বাঁচবে।

এ প্রসঙ্গে বিশ্ব বিখ্যাত ফ্রেঞ্চ স্কচ হুইস্কি নির্মাতা সংস্থা জানিয়েছে, ভারত-ব্রিটেন চুক্তির ফলে উচ্চমানের স্কচ হুইস্কি এখন আরও কম দামে মিলবে। ফলে খুচরো বাজারেও এর প্রভাব দ্রুত পড়বে এবং ভারতের অধিকাংশ রাজ্যে অনেকটাই দাম কমবে। 

এখনই কি দাম কমবে?

সূত্র বলছে, ইতিমধ্যেই রাজ্য ভেদে মদের দাম পুনঃনির্ধারণের কাজ শুরু হয়েছে। রাজ্যের নীতি এবং কর কাঠামোর উপর ভিত্তি করে সাধারণত একেক জায়গায় একেক রকম দাম নির্ধারণ করা হবে। তবে হ্যাঁ, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অনেক রাজ্যেই বোতলের গায়ে নতুন দাম দেখা যেতে পারে। 

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

প্রসঙ্গত, ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি এমন এক চুক্তি, যেখানে দুটি দেশ কিছু পণ্যের উপর শুল্ক কমায়, আর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর ভারত এবং ব্রিটেনের মধ্যে মে মাসের শুরুতে স্বাক্ষরিত হওয়া চুক্তিতে প্রাথমিক পর্যায়ে হুইস্কি সহ বেশ কয়েকটি পণ্যের উপর দর পতনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ দিঘার কাছেই, বিকেলেই স্থলভাগে প্রবেশ নিম্নচাপের! কিছুক্ষণেই ভিজবে ভাসবে একাধিক জেলা

ভারতে কতটা প্রভাব পড়বে?

ভারতে দিনের পর দিন বিলাসবহুল মদের চাহিদা বাড়ছে। কিন্তু এগুলির দাম ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে। এবার এই মদগুলির দাম কমলে বাজার যে আরও বেশি প্রভাব পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। ফলে নতুন গ্রাহকরাও এখন বিলেতি মদের দিকে আকৃষ্ট হবে এবং বিদেশী ব্র্যান্ড ভারতে নিজেদের জায়গা জোরদার করতে পারবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥