শ্বেতা মিত্র, কলকাতাঃ তীব্র গরমে হাঁসফাঁস করছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ। এপ্রিল মাস আসার আগেই যে পরিস্থিতি এরকম হাতের বাইরে চলে যাবে সেটা হয়তো স্বপ্নেও কেউ কল্পনা করতে পারেননি। এদিকে ইতিমধ্যে বেশ কিছু জেলার পারদ ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। এখনও তো এপ্রিল, মে, জুন মাস পড়ে রয়েছে, তখন যে কী হবে সেটা ভেবেই রীতিমতো কেঁপে যাচ্ছেন সাধারণ মানুষ। এদিকে এহেন পরিস্থিতিতে স্কুল পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন অভিভাবক থেকে শুরু করে স্কুল শিক্ষা দফতর। পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশ জুড়ে বিরাজমান তাপপ্রবাহের কারণে, রাজ্য প্রাথমিক শিক্ষা বিভাগ স্কুলগুলিকে একাডেমিক ক্যালেন্ডার ব্যাহত না করে স্কুলের সময় পরিবর্তন করার নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, গরমের কারণে প্রাইমারি স্কুলগুলির (Primary School) সময়সূচি বদলের পথে হাঁটতে পারে রাজ্য? শনিবার রাজ্যের বিভিন্ন জেলার জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানদের থেকে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইল রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ।
রিপোর্ট চাইল রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত রাজ্যের দক্ষিণাঞ্চলের কিছু জেলায় তাপপ্রবাহ বয়ে থাকতে পারে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। দক্ষিণবঙ্গে আগামী দুই দিনে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এহেন পরিস্থিতিতে কি প্রাইমারি স্কুলগুলির পঠনপাঠনের সময়সূচীতে বদল ঘটানো প্রয়োজন?
এখনও অবধি রাজ্যে এমন বহু প্রাইমারি স্কুল রয়েছে যেখানে ডে-সেশনে ক্লাস চলে। তবে যে হারে গরম পড়ছে সে কারণে সেই স্কুলগুলিতে কি পঠনপাঠনের সময়সূচি সকালের দিকে এগিয়ে আনা প্রয়োজন? এ বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার প্রাথমিক স্কুলগুলির প্রধান শিক্ষক-শিক্ষিকাদের চিঠি দিয়ে তাঁদের মতামত জানতে চেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মঙ্গলবারের মধ্যে এ সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক স্কুলগুলির সময় বদলাচ্ছে?
এহেন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, প্রাথমিক স্কুলগুলির সময় বদলাচ্ছে? এ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছেন, ‘আমরা বিভিন্ন জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের থেকে এ বিষয়ে জানতে চেয়েছি। তাঁরা উত্তর দিলে আমরা স্কুল শিক্ষা দফতরকে তা পাঠিয়ে দেব। তারাই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। আশা করছি মঙ্গলবারের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।’ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের সভাপতি গৌতম পালের মতে, গ্রীষ্মকালীন ছুটির সময়কালও পরিবর্তন করা হয়েছে — ২ মে থেকে ১৩ মে।
আরও পড়ুনঃ টানা বাড়ছে সোনার দাম, ওদিকে রুপো দিচ্ছে সুখবর! আজকের রেট
রবিবার কেমন থাকবে আবহাওয়া?
রবিবার পর্যন্ত দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে বলে এক বুলেটিনে জানানো হয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |