সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেলে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করে। আর রেলে যাত্রার সময় অনেক প্রবীণ নাগরিক, মহিলা বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা লোয়ার বার্থ না পেয়ে সমস্যায় পড়েন। তবে এবার সেই সমস্যা সমাধান করল ভারতীয় রেল। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। রেলমন্ত্রী জানিয়েছেন, প্রবীণ নাগরিক, ৪৫ বছর বা তার বেশি বয়সী মহিলা, গর্ভবতী মহিলা এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য এবার লোয়ার বার্থ (Lower Berth) দেওয়া হবে। এমনকি যদি তারা টিকিট কাটার সময় লোয়ার বার্থ সিলেক্ট নাও করেন তাহলেও মিলবে এই সুবিধা।
কটি করে লোয়ার বার্থ সংরক্ষিত থাকছে?
রেলের সূত্র মারফত জানা গিয়েছে, বিভিন্ন শ্রেণীতে সংরক্ষিত লোয়ার বার্থের সংখ্যা ভিন্ন হবে। যেমন আপনি স্লিপার ক্লাসে যাত্রা করলে প্রতিটি কোচে ৬ থেকে ৭টি লোয়ার বার্থ সংরক্ষিত থাকবে। একইভাবে AC 3 Tier (3AC) এ যাত্রা করলে প্রতিটি কোচে ৪ থেকে ৫টি লোয়ার বার্থ থাকবে এবং AC 2 Tier (2AC) এ যাত্রা করলে প্রতিটি কোচে ৩ থেকে ৪টি লোয়ার বার্থ সংরক্ষিত থাকবে। তবে জানিয়ে রাখি, এই বরাদ্দ ট্রেনের কোচ সংখ্যার উপর নির্ভর করবে। ফলে এখন থেকে প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য রেলযাত্রা আরো স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠবে।
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ সংরক্ষণ
রেল শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য প্রতিটি ট্রেনে এবার বিশেষ কোটার ব্যবস্থা করেছে। যেমন স্লিপার ক্লাসে চারটি বার্থের মধ্যে দুটি লোয়ার বার্থ সংরক্ষিত থাকব। আবার দ্বিতীয় শ্রেণি (2S) বা AC চেয়ার কার (CC) কোচে ৪টি সংরক্ষিত আসন প্রতিবন্ধীদের জন্য থাকবে। তবে জানিয়ে রাখি, এটি রাজধানী, শতাব্দী সহ সমস্ত এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রেই প্রযোজ্য।
লোয়ার বার্থ ফাকা থাকলে কারা অগ্রাধিকার পাবে?
ভ্রমণ করার সময় যদি কোন লোয়ার বার্থ ফাঁকা থাকে তাহলে সেটি প্রবীণ নাগরিক, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি এবং গর্ভবতী মহিলাদের দেওয়া হবে। যদি কোন যাত্রীর টিকিটে আপার বার্থ বা মিডিল বার্থ বরাদ্দ থাকে কিন্তু তিনি শারীরিকভাবে সমস্যায় পড়েন, তাহলে তাকে ফাঁকা লোয়ার বার্থ দিয়ে দেওয়া হবে। ভারতীয় রেলের এই সিদ্ধান্ত অনেক প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর।
আরও পড়ুনঃ ট্রেনের টিকিটে ৪৭% ভর্তুকি, সংসদে জানালেন রেলমন্ত্রী
যাত্রীদের জন্য স্বস্তির খবর!
ভারতীয় রেলের এই নতুন নিয়মের ফলে প্রবীণ নাগরিক, মহিলারা এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা প্রচুর সুবিধা পাবেন। কারণ, তারা স্বাভাবিকভাবেই আপার বার্থ বা মিডিল বার্থে উঠতে অসুবিধা বোধ করেন। তাই এই বিশেষ সুবিধা রেল ভ্রমনকে অনেক বেশি আরামদায়ক এবং সহজ করে তুলবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |