নতুন বছরেই ১০টি স্লিপার বন্দে ভারত লঞ্চ করবে রেল, চলবে আলাদা আলদা রুটে, বাংলায় কটা?

Published on:

vande bharat sleeper

শ্বেতা মিত্র, কলকাতাঃ এবার একটা বা দুটো নয়, একসঙ্গে ১০টি বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) চালু করতে চলেছে ভারতীয় রেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এমনিতে যত সময় এগোচ্ছে ততই রেল যাত্রীদের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের জনপ্রিয়তা ততই হু হু করে বাড়ছে। বর্তমান সময় দেশের এমন কোনও রাজ্য নেই যেখানে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে না। শুধু তাই নয়, আগামী কিছু সময়ের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের আরো বেশ কিছু সংস্করণের ট্রেন ছুটতে দেখা যাবে বলে খবর। যাই হোক এরই মাঝে ভারতীয় রেলের তরফে নতুন ট্রেন চালানো হবে বলে খবর। আর ২০২৫ সালের মধ্যেই একসঙ্গে ১০ টি বন্দে ভারত স্লিপার চালানোর পরিকল্পনা করছে রেল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নতুন বছরে ছুটবে একগুচ্ছ বন্দে ভারত স্লিপার ট্রেন

ভারতীয় রেল ২০২৫-২৬ সালের মধ্যে বহু প্রতীক্ষিত বন্দে ভারত স্লিপার ট্রেনগুলি চালু করতে প্রস্তুত যা দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য স্বাচ্ছন্দ্য দেবে যাত্রীদের। এই ট্রেনগুলি মূলত দীর্ঘ দূরত্বের কথা ভেবেই ডিজাইন করা হয়েছে। একাধিক রিপোর্ট অনুসারে, ভারতীয় রেলওয়ে ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে ১০টি নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করার পরিকল্পনা করছে। এই ট্রেনগুলিতে বিশ্বমানের সুযোগ-সুবিধা থাকবে।

কবে চালু হবে বন্দে ভারত স্লিপার ট্রেন?

ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনগুলি ২০২৫ সালে প্রয়োজনীয় পরীক্ষা এবং ট্রায়াল রানের পরে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। চেন্নাইয়ের আইসিএফ-এর জেনারেল ম্যানেজার ইউ সুব্বা রাও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছে জানিয়েছেন, ১৫ নভেম্বর থেকে দু’মাস ধরে এই ট্রেনগুলির কিছু পরীক্ষা এবং অন্যান্য ট্রায়াল চলবে।সম্প্রতি, বিইএমএল, যারা এই ট্রেনগুলি তৈরি করছে, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (আইসিএফ) প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনসেট সরবরাহ করেছে। যদিও ভারতীয় রেল এখনও এই নতুন স্লিপার ট্রেনগুলির সঠিক রুট ঘোষণা করেনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বন্দে ভারত স্লিপার ট্রেনগুলি কীভাবে বিশেষ?

আসন্ন বন্দে ভারত স্লিপার ট্রেনগুলি ভ্রমণকে আরও নিরাপদ এবং আরও আরামদায়ক করার জন্য ডিজাইন করা হচ্ছে।  এই ট্রেনগুলি নিরাপদ, দ্রুত এবং দীর্ঘ দূরত্বের ভ্রমণকে সহজ করার জন্য ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ডিজাইন করা হচ্ছে। উচ্চ-শক্তি অস্টেনিটিক স্টেইনলেস স্টিল দিয়ে নির্মিত, এই ট্রেনগুলি জরুরি পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষার জন্য ক্র্যাশ বাফার এবং বিশেষভাবে ডিজাইন করা কাপলারসহ উন্নত সুরক্ষা বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত। ১৬ বগির এই ট্রেনসেটে ৮২৩ জন যাত্রী বহন করতে পারবে, যেখানে ফার্স্ট ক্লাস এসি, টু-টিয়ার এসি সহ বিভিন্ন ধরনের ভ্রমণ ক্লাস থাকবে।

রুট

বন্দে ভারত স্লিপার ট্রেনগুলির রুট এখনও ঘোষণা করেনি ভারতীয় রেল। তবে, প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনগুলির জন্য অনেকগুলি রুটের প্রস্তাব দেওয়া হয়েছে এবং ট্রেনগুলি সম্ভবত নয়াদিল্লি এবং পুনে বা নয়াদিল্লি থেকে শ্রীনগরের মধ্যে চলাচল করবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group