বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতায় এসে রাজুদার পকেট পরোটা চেখে দেখবেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি! শুক্রবার থেকে এমন খবরেই তোলপাড় নেট দুনিয়া। যা নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন বাংলার ক্রীড়া সংগঠক তথা মেসির ভারতে আসার নেপথ্যে মূল কান্ডারী শতদ্রু দত্ত। নিজের ফেসবুক হ্যান্ডেলে মেসির সাথে পরোটা বিক্রেতা রাজুদার AI ফটো নিয়ে নিন্দা করার পাশাপাশি অবাস্তব ছবিটিকে বাস্তব করার প্রতিশ্রুতি দিয়েছেন। আর তারপরই মেসির সাথে সাক্ষাৎ হওয়া নিয়ে মুখ খুললেন শিয়ালদহের ভাইরাল ব্যক্তি (Raju Da On Lionel Messi)।
শতদ্র দত্তর পোস্ট
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া AI ছবিটিতে দেখা যাচ্ছে, মেসি এবং রাজুদা দুজনেই সাদা পোশাকে দাঁড়িয়ে। আর্জেন্টাইন মহাতারকার হাতে পরোটা এবং তরকারির থালা তুলে দিচ্ছেন বিড়ার ব্যবসায়ী। শুক্রবার সেই ছবি নিজের ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করে শতদ্রু লিখেছেন, ‘আমি এই ছবিটা দেখছি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। শুনলাম উনি পরোটা বেচেন। অনেকেই এই AI ছবিটা নিয়ে মজা করছেন। কিন্তু আমার একটাই প্রশ্ন, এই লোকটা খেটে খুটে নিজের এলমে কিছু করছে.. কারোর বাবা তো তাকে টাকা দিচ্ছে না… পরোটা বেচে কি স্বপ্ন দেখা যায় না!’
এদিন নিজের পোস্টে বাংলার ক্রীড়া সংগঠক আরও লেখেন, ‘আমি কখনও কোনও কাজকে ছোট করি না। আর যারা নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করছে তাদের তো একদমই না।’ পোস্টটির একেবারে শেষে শতদ্রু লিখেছেন, ‘যাইহোক, একটা কথা দিলাম। এই ছবিটা আমি বাস্তব করব। ইনি মেসির সাথে দেখা করবেন। আমি করবো….’ শতদ্রুর এমন কথায় একটা বড় আভাস পাওয়া যাচ্ছে যে, হয়তো কলকাতায় এসে অন্যান্য কাজের ফাঁকে রাজুদাকে দর্শন দিতে পারেন মেসি।’
মেসির সাথে দেখা করা নিয়ে কী বললেন রাজুদা?
শুক্রবার সমাজমাধ্যমে রাজুদা ও মেসির AI ছবি ভাইরাল হতেই শনিবার সকাল থেকে শিয়ালদহের পকেট পরোটার দোকানে লাইন পড়েছিল ব্লগারদের। রাজ্যের নানান প্রান্ত থেকে কনটেন্ট ক্রিকেটাররা নিজেদের কন্টেন্টের খোঁজে হাজির হয়েছিলেন রাজুদার দোকানে। তাদের মধ্যে থেকে কয়েক জনের ক্যামেরায় উঠে এল মেসিকে নিয়ে ভাইরাল রাজুদার প্রতিক্রিয়া।
অবশ্যই পড়ুন: ২৪০০০ কোটির বার্ষিক বাজেট, শুরু হল ‘প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা’, কারা পাবেন সুবিধা?
ট্রেন্ডস ইন বেঙ্গল ফেসবুক পেজ থেকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে মেসিকে নিয়ে রাজুদাকে প্রশ্ন করতেই একেবারে গদগদ মুখ নিয়ে তিনি বললেন, ‘কাল লিওনেল মেসিকে নিয়ে কেউ একটা AI পোস্ট করেছিল। আজ তার জোরে কিছু একটা হতে চলেছে… সেটা কিছুদিন না গেলে আমরা জানাতে পারছি না। প্রত্যেক কনটেন্ট ক্রিয়েটরকেই সবটা জানানো হবে, কিন্তু আমাদের একটু সময় দিতে হবে। অন্তত 15 টা দিন সময় দিন, তার মধ্যে আমরা পুরো বিষয়টা জানিয়ে দেব।’
এদিন, ক্রীড়া সংগঠক শতদ্রুর পোস্ট নিয়েও কথা বলেন রাজুদা। শিয়ালদহের পরোটা বিক্রেতাকে বলতে শোনা যায়, ‘ওনার পেজে ক্যাপশনে একটা কথা লেখা আছে। যেটা লিখেছে একদম সুন্দর কথা লিখেছে।’ মেসিকে কলকাতায় নিয়ে আসছেন শতদ্রু, সে বিষয়ে রাজুদাকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু বুঝিনা। কিন্তু শতদ্রু দাদা যে পোস্ট করেছেন তার সঙ্গে আমি পুরোপুরি একমত। তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমি ধন্য।’
শতদ্রুর ফেসবুক পোস্ট দেখে রাজুদা যে কিছুটা হলেও মনে বল পেয়েছেন সে কথা বলার অপেক্ষা রাখে না। তাইতো বারবার ক্যামেরার মুখোমুখি হয়ে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘কিছু একটা হতে পারে… অবশ্যই হতে পারে।’ মেসি তাঁর দোকানে আসবেন খবরটা শুনে রাজুদা কতটা খুশি? উত্তরে পকেট পরোটার নামকরণকারী জানিয়েছেন, ‘আমি সারারাত ঘুমোতে পারিনি। জ্বর এসে গেছিল।’ সবমিলিয়ে, শেষ পর্যন্ত রাজুদার দোকানে মেসির আগমন হয় কিনা বা মেসির সাথে আলাদাভাবে রাজুদাকে দেখা করানো হয় কিনা সেদিকেই চোখ থাকবে নেট নাগরিকদের।
ঐতিহাসিক মুহূর্ত রাজুদা মেসির সাথে দেখা করতে চলেছে
#leomessi #rajudarpocketporota #messi #viral
Posted by Trends in Bengal on Friday, October 10, 2025