এদের রেশন কার্ড বাতিল হবে, জানিয়ে দিল কেন্দ্র সরকার

Published on:

Ration

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ জুড়ে রেশন ব্যবস্থায় (Ration) বিরাট পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে আয়করদাতারা আর রেশন পাবে না বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, যারা বিনামূল্যে বা কম দামে খাদ্যশস্য পাওয়ার যোগ্য নয়, তাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই দেশ জুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এই নতুন নিয়ম নিয়ে।

কেন নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত?

বর্তমানের রিপোর্ট অনুযায়ী, অনেকদিন ধরেই অভিযোগ উঠছিল যে, ধনকুবের থেকে শুরু করে সরকারি কর্মচারী এমনকি করদাতারাও বিনামূল্যে রেশনের চাল-ডাল ইত্যাদি তুলছে। অথচ প্রকৃত গরিব মানুষরা রেশনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আর সে কারণে জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী যারা প্রকৃত সুবিধাভোগী নন, তাদেরকে এবার এই তালিকা থেকে বাদ দিচ্ছে কেন্দ্র সরকার।

কতজনের রেশন কার্ড বাতিল হতে চলেছে?

কেন্দ্রীয় খাদ্য এবং গণবণ্টন দপ্তর ইতিমধ্যেই একটি তথ্যভাণ্ডার তৈরি করে ফেলেছে। জানা যাচ্ছে, আয়কর দপ্তরের সঙ্গে রেশন কার্ড গ্রাহকদের তথ্য মেলানো হয়েছে। আর এতে দেখা গিয়েছে ৯৪ লক্ষ ৭১ হাজার রেশন গ্রাহক আয়কর দেন। এমনকি ৫ লক্ষ ৩১ হাজার কার্ডধারী কোনও না কোনও সংস্থার মালিক। আর পরিবহন মন্ত্রকের রিপোর্ট বলছে, ১৭ লক্ষ ৫১ হাজার রেশন কার্ডধারীর গাড়ি রয়েছে।

পাশাপাশি দিল্লির মতো বড় শহরে চাঞ্চল্যকর তথ্য ধরা পড়েছে। শুধুমাত্র দিল্লিতেই নাকি ৬ লক্ষ ৭২ হাজার রেশন কার্ড গ্রাহক বড় বড় জমির মালিক, ব্যাঙ্কে প্রচুর পরিমাণে টাকা, এমনকি উচ্চ পদে কর্মরত। অথচ তারাও বিনামূল্যে রেশন তুলছেন। ফলে দেশ জুড়ে ইতি মধ্যেই ১ কোটি ১৭ লক্ষ রেশন কার্ড বাতিলের তালিকা চলে এসেছে, যা সেপ্টেম্বরের মধ্যেই বাদ দেওয়া হবে।

কেন্দ্র সরকার কী বলছে?

সরকারের একটি সূত্র মারফৎ জানানো হয়েছে, রেশন ব্যবস্থা প্রকৃত গরিব মানুষদের জন্যই। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, সরকারি কর্মচারী, করদাতা কিংবা ব্যবসায়ী, সবাই এই সুবিধা নিচ্ছে। কেন্দ্রীয় সরকারের বক্তব্যে স্পষ্ট উঠে আসছে যে, যারা করদাতা, তারা কোনওভাবেই এবার থেকে বিনামূল্যে রেশনের সুবিধা পাবে না। এমনকি যারা যোগ্য নয়, তাদের কার্ড স্বেচ্ছায় জমা দিতে হবে। নাহলে জরিমানার মুখোমুখি পড়তে হতে পারে।

আরও পড়ুনঃ কমবে দাম! GST-র অধীনে আসবে পেট্রোল-ডিজেল? জানাল কেন্দ্র

বলে রাখা ভালো, ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় সাড়ে ১০ কোটি আয়কর রিটার্ন জমা পড়েছে। আর এর মধ্যে অনেকেই জিরো ট্যাক্স রিটার্ন দিয়েছে। অর্থাৎ, তাদের কর দেওয়ার কোনওরকম বাধ্যবাধকতা নেই। তাই করদাতাদের আলাদা করে চিহ্নিত করতে এবার কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে।

সঙ্গে থাকুন ➥