বারবার ব্যাঙ্কে গিয়ে জমা দিতে হবে না নথি! KYC নিয়মে বদল আনছে RBI

Published on:

KYC Update

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের কোটি কোটি ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বিরাট আপডেট। এবার রিজার্ভ ব্যাঙ্ক কেওয়াইসি বা “Know Your Customer” নিয়মে (KYC Update) বিরাট পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে। জানা যাচ্ছে, এই বদলের ফলে আর ব্যাঙ্কে ছুটে গিয়ে কেওয়াইসি তথ্য জমা দিতে হবে না, বরং বাড়িতে বসে স্মার্টফোনেই করা যাবে সব কাজ। আর এই নিয়মের নাম ‘সেল্‌ফ ডিক্লারেশন’।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কী বদল আসছে নিয়মে?

সম্প্রতি RBI-র এক সূত্র মারফত জানা গিয়েছে, এবার গ্রাহকরা কেওয়াইসি আপডেট করতে পারবে নিজের মোবাইলের মাধ্যমে। এমনকি ইমেইল বা অনলাইন ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করেও কেওয়াইসি আপডেট করা যাবে। তাই যদি আপনার কোনও ব্যক্তিগত তথ্যের পরিবর্তন না ঘটে, তাহলে আপনাকে আর কোনোরকম নথিপত্র ব্যাঙ্কে গিয়ে জমা দিতে হবে না। এমনকি যদি শুধু ঠিকানা পরিবর্তন হয়ে থাকে, তাহলেও এই কাজ বাড়িতে বসে করা যাবে।

এ নিয়ে সম্প্রতি RBI-র এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলার সময় তো সমস্ত ডকুমেন্ট জমা নেওয়া হয়। তাহলে কেন বারবার এসব নথিপত্র চাওয়া হয়? আর ঠিক এ কারণেই RBI চাইছে কেওয়াইসি আপডেট এখানে ডিজিটালি করার এবং গ্রাহকদের ঝামেলা পোহানো থেকে মুক্তি দিতে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কীভাবে করা যাবে কেওয়াইসি?

যেমনটা জানা যাচ্ছে, মোবাইল অ্যাপ, ইমেইল বা অনলাইন ব্যাঙ্কিং, যেকোনো মাধ্যমেই এবার গ্রাহকরা নিজের তথ্য আপডেট করতে পারবে। এমনকি ওটিপি ভিত্তিক কেওয়াইসিও করা যাবে। পাশাপাশি ব্যাঙ্ক থেকে এবার ভিডিও কল করে গ্রাহকদের পরিচয় যাচাই করানো হবে। সবথেকে বড় ব্যাপার, যাদের আধার কার্ডের ঠিকানা বা বর্তমান ঠিকানা আলাদা, তাদের খেত্রেও এই নিয়ম কার্যকর হবে।

আরও পড়ুনঃ বন্ধ হবে Jio, Airtel-র ব্যবসা! দিনে ৬ টাকায় ১৩ মাস আনলিমিটেড কলিং, ডেটা দিচ্ছে BSNL

উপকার পাবে লক্ষ লক্ষ গ্রাহক

সরকারের এক পরিসংখ্যান বলছে, এখনও দেশের প্রচুর গ্রাহক রয়েছে, যারা কেওয়াইসি আপডেট করতে পারেনি। আর এই নতুন নিয়ম কার্যকর হলে একধাক্কায় সেই সংখ্যা অনেকটাই কমে যাবে। ফলে ব্যাঙ্ক থেকে শুরু করে গ্রাহক, সবারই ঝামেলা অনেকটাই কমবে। তবে জানিয়ে রাখি, RBI আপাতত এই পরিবর্তনের একটি প্রস্তাব রেখেছে। নিয়ম কার্যকর হলে সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group