UPI দিয়েই করা যাবে স্কুলের ফি পেমেন্ট, চালু হল নয়া পরিষেবা

Published:

UPI Payment
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে ডিজিটাল দুনিয়ার UPI এর (UPI Payment) চাহিদা লাগামছাড়া বাড়ছে। এখন ব্যবসায়ী, বিল পেমেন্ট, রিচার্জ থেকে শুরু করে যাবতীয় যা কাজ, সবই UPI এর মাধ্যমে হয়ে থাকে। তবে এবার সেই পরিষেবায় যুক্ত হল স্কুলের ফি পেমেন্ট। শুনতে অবাক লাগলেও এক্কেবারে সত্যি। এবার থেকে বাচ্চার স্কুলের ফি অনলাইনের মাধ্যমেই পেমেন্ট করা যাবে। ভাবছেন কীভাবে আর কবে থেকে চালু হচ্ছে? জানতে হলে চোখ রাখুন আজকের প্রতিবেদনটির উপর।

UPI দিয়েই করা যাবে স্কুলের ফি পেমেন্ট

মূলত বিদ্যালয়ের পরিষেবাকে আরও স্বচ্ছ এবং উন্নত করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি ভারতের শিক্ষা দপ্তরের তরফ থেকে এক্স হ্যান্ডেল একটি পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা এবং সাক্ষরতা বিভাগ, স্কুল ফি দেওয়ার জন্য ডিজিটাল সিস্টেম চালু করছে। আর এই পরিষেবা অভিভাবক থেকে শুরু করে স্কুলের শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন, নিরাপদ আর উন্নত পরিষেবা দেবে।

সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্কুলগুলিতে ভর্তি এবং পরীক্ষার ফি সংগ্রহ করার জন্য UPI, নেট ব্যাঙ্কিং এবং মোবাইল ওয়ালেটের মতো ডিজিটাল পেমেন্ট বিকল্পগুলি চালু করার জন্য উৎসাহিত করা হচ্ছে। আর এই পদক্ষেপ মূলত ‘বিকশিত ভারত 2047’ মিশনের আওতায় নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ৭৭ হাজার টাকা হতে পারে সোনার দাম, কমবে রুপোর দরও! সতর্কবার্তা দিলেন বিশেষজ্ঞরা

সুবিধা পাবে অভিভাবক এবং শিক্ষার্থীরা

একবার এই পরিষেবা চালু হলে অভিভাবকদের আর ফি পেমেন্ট করার জন্য প্রতি মাসে স্কুলে স্কুলে দৌড়তে হবে না। হ্যাঁ, বাড়িতে বসে খুব সহজেই UPI পেমেন্টের মাধ্যমে স্কুলের ফি মিটিয়ে দেওয়া যাবে। এমনকি শুধুমাত্র UPI নয়, বরং নেট ব্যাঙ্কিং বা ক্যাশ ওয়ালেটের মাধ্যমেও মোবাইল ফোন ব্যবহার করে বাড়ি থেকে স্কুলের ফি জমা দেওয়া যাবে। আর এতে একদিকে যেমন সময় সাশ্রয় হবে, অন্যদিকে অর্থ প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতাও আসবে। এখন শুধু গোটা দেশ জুড়ে এই পরিষেবা চালু হওয়ার পালা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join