Indiahood-nabobarsho

চুপিসারে সবই দেখছে ওরা! ভিনগ্রহে এলিয়েনদের উপস্থিতি নিশ্চিত করলেন ভারতীয় বিজ্ঞানী

Published on:

Scientists discover presence of aliens on a planet called K2-18b

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চুপিসারে আমাদের ওপর নজর রাখছে ভিনগ্রহীরা (Aliens)! এমন প্রসঙ্গ শোনা যায় প্রায়শই। এ ঘটনা একেবারেই আজকালকের নয়! মানব পৃথিবীর ওপর কমপক্ষে 5 হাজার বছরেরও বেশি সময় ধরে নজরদারি চালাচ্ছে এলিয়েনরা। আদৌ ভিনগ্রহে এলিয়েনদের উপস্থিতি আছে? প্রমাণ দিলেন বিজ্ঞানীরা!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সূত্রের খবর, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, মহাকাশের একটি গ্রহে বিরল প্রজাতির ভিনগ্রহীদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, যে তারা পৃথিবীর প্রায় আড়াই গুণ বড় সেই গ্রহটির ওপর স্বাচ্ছন্দে ঘোরাফেরা করছে। যা শুনে কার্যত মাথায় হাত দেওয়ার জোগাড় হয়েছে অনেকেরই।

বিজ্ঞানীদের পর্যবেক্ষণ

গ্রহটির দূরত্ব পৃথিবী থেকে প্রায় 120 আলোকবর্ষ। গবেষকদের বেশিরভাগেরই দাবি, মহাকাশে DMS নামক একটি অণু সনাক্ত করেছেন তাঁরা। জানা গিয়েছে, সেই অণুগুলি মহাসাগরে বসবাসকারী ক্ষুদ্র শৈবাল দ্বারা তৈরি। এগুলি সাধারণত খালি চোখে দেখা যায় না। বিজ্ঞানীরা বলছেন, সাধারণত জলের ওপর রঙিন ছোপ হিসেবে লক্ষ্য করা যায় এগুলিকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

গবেষক দলটির দাবি, মহাকাশের K2-18b গ্রহটিতে বেশ কিছু ভিনগ্রহীর উপস্থিতি অনুভব করা গিয়েছে। প্রধান বিজ্ঞানী অধ্যাপক নিক্কু মধুসূদন জানান, সাহিত্যে এমন কোনও প্রক্রিয়া নেই যা সম্ভব না হলে আমরা ব্যাখ্যা করতে পারব। ভিনগ্রহ একাধিক এলিয়েন থাকতে পারে বলেই জানিয়েছেন তিনি।

কীভাবে বুঝলেন বিজ্ঞানীরা?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, জ্যোতির্বিজ্ঞানীরা প্রথমে গবেষণার জন্য জেমস ওয়েভ স্পেস টেলিস্কোপ থেকে বিষয়টি পর্যবেক্ষণ করেন। জানা যায়, এই বিশাল টেলিস্কোপটি 2021 সালে প্রথমবারের জন্য উৎক্ষেপণ করা হয়েছিল। জানা যায়, সম্প্রতি গবেষণার সময় বিজ্ঞানীরা বায়ুমন্ডলে দুটি অণুর আঙুলের ছাপ পেয়েছেন। মূলত ডাইমিথাইল সালফাইড ও ডাইমিথাইল ডাইসালফাইড, এই দুই অণুই খুঁজে পেয়েছেন তাঁরা। বিজ্ঞানীরা বলছেন, প্রাণের উপস্থিতি না থাকলে এই ধরনের অণু উৎপন্ন হওয়া সম্ভব নয়।

অবশ্যই পড়ুন: বিশ্বের সর্ব শক্তিমান দেশের তালিকায় করুণ দশা পাকিস্তান, বাংলাদেশের! কততে ভারত?

গ্রহে সমুদ্রের হদিশ?

ভিনগ্রহে এলিয়েনদের উপস্থিতি সংক্রান্ত গবেষণায় জড়িত গবেষকদের একটা অংশ দাবি করেছেন, গ্রহটি খুব সম্ভবত জলমগ্ন সমুদ্র এবং ঘন হাইড্রোজেন সমৃদ্ধ বায়ুমন্ডলে রয়েছে। অধ্যাপক মধুসূদন জানিয়েছেন, গ্রহটি যদি একটি হাইসিয়ান পৃথিবী হয়, তবে অবশ্যই তা সমুদ্র দ্বারা আবৃত থাকবে। ওই অধ্যাপকের শেষ সংযোজন, আমরা এখনও পর্যন্ত জানিনা মহাসাগরগুলির তাপমাত্রা কত, তবে আশা করা যায়, ভিনগ্রহীদের বসবাসযোগ্য গ্রহটি পৃথিবীর তুলনায় বেশ খানিকটা উষ্ণ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group