পরীক্ষায় ভালো নম্বর তোলায়, ভাঙাচোরা বেচে ছেলেকে iPhone 16 উপহার দিলেন বাবা

Published on:

iphone 16

প্রীতি পোদ্দার: কিছুদিন আগেই বিভিন্ন অনলাইন অ্যাপগুলিতে গ্রাহকদের জন্য অজস্র অফারের সুযোগ আনা হয়েছে। ইলেক্ট্রনিক্স দ্রব্যের উপরেও চলছে দারুন ছাড়। আর সম্প্রতি বাজারে এসেছে অ্যাপলের আইফোন ১৬। তার পর থেকেই তা কেনার প্ল্যান করে চলেছেন অনেকে। বিভিন্ন সোশ্যাল সাইটে যেন ছড়াছড়ি আইফোন এর বিজ্ঞাপন। ইচ্ছা এবং শখ পূরণের জন্য রাই অনেকেই টাকা জমাতে শুরু করে দিয়েছেন। আর এই আবহেই এক অসাধারণ ঘটনা ঘটল। একজন স্ক্র্যাপ ডিলার কাগজ, প্লাস্টিক ও আবর্জনা কুড়িয়ে বেচে কিনে নিল দুই দুটি আইফোন।

ঘটনাটি কী?

সম্প্রতি এক্স হ্যান্ডেলে জনপ্রিয় একটি মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম থেকে একটি ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তির হাতে সাদা রঙের একটি আইফোন। এবং সেই আইফোন হতে নিয়ে তিনি নিজেই বলছেন, ভাঙাচোরা জিনিসপত্র, প্লাস্টিক বেচে তিনি এই আইফোন কিনেছেন। সঙ্গে ছেলের জন্য নিয়েছেন একটা আইফোন। যদিও তাঁর বক্তব্য খুব একটা স্পষ্ট নয়। তবে তিনি মুখে চওড়া হাসি নিয়ে সকলকে নিজের হাতের আইফোনটি দেখাচ্ছেন। এক্স হ্যান্ডেলের এই জনপ্রিয় ভিডিয়োটির ক্যাপশনে লেখা ছিল, ‘বাবার অমূল্য উপহার: বোর্ড পরীক্ষায় ফলাফলের জন্য ছেলেকে ১.৮০ লক্ষ টাকার একাধিক আইফোন উপহার দিলেন ভাঙাচোরা জিনিসপত্র বিক্রেতা।’

আসে পরীক্ষায় ভালো ফলাফল করলে প্রত্যেকের বাবা মা তাঁদের সন্তানদের উপহার স্বরূপ কিছু না কিছু দিয়ে থাকে। সেক্ষেত্রে ইনিও গরীব হয়ে ছেলের শখ এবং আহ্লাদ পূরণের জন্য বেশ উঠে পরে লেগেছিল। তাইতো দিন রাত এক করে অনেক খাটাখাটনি করার পর অবশেষে এই ভাঙাচোরা জিনিসপত্রের বিক্রেতা নিজের জন্য ৮৫ হাজার টাকার একটি আইফোন কিনেছেন। এবং ছেলেকে দিয়েছেন দেড় লাখ টাকার আইফোন ১৬।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

নেটিজেনদের প্রতিক্রিয়া

সন্তানের প্রতি বাবার এই ভালবাসা দেখে অনেকেই আপ্লুত হয়ে গিয়েছে। এক্স হ্যান্ডেলের সেই পোস্টে তাই শতাধিক রিয়াক্টে ভরে গিয়েছে। কমেন্ট বক্সে উপচে পড়েছে নানাবিধ মন্তব্য। কেউ বলছেন, সন্তানের প্রতি ভালবাসা থাকলে এমনই হয়। কেউ আবার লিখেছেন, বাবা-মা এভাবেই সন্তানদের ভালবাসেন। এবং সন্তানের মুখে হাসি দেখতে কত কিছুই না করেন। আবার একজন লেখেন, খুবই মন ভাল করা ভিডিও এটা। বিশ্বের সেরা বাবা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥