শিয়ালদা স্টেশনে আরও কড়াকড়ি, শুধু জরিমানাই নয়, এবার মামলাও! জানাল পূর্ব রেল

Published on:

sealdah station

শ্বেতা মিত্র, কলকাতা: শিয়ালদা (Sealdah) স্টেশন… এশিয়ার অন্যতম ব্যস্ততম স্টেশন। বর্তমান সময়ে এই স্টেশনের ওপর দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ও হাজার হাজার ট্রেন যাতায়াত করছে। এদিকে এত পরিমাণ মানুষ ও ট্রেনকে পরিচালনা করা কিন্তু মুখের কথা নয়। যে কারণে সাধেই কিন্তু ভারতীয় রেলকে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্কের তকমা দেওয়া হয়নি। যাইহোক, আজকের এই আর্টিকেলে শিয়ালদা স্টেশন সম্পর্কে এমন এক তথ্য দেওয়া হবে যেটি সম্পর্কে শুনলে ও জানলে আপনি হয়তো বিশ্বাস করবেন না। স্টেশনগুলি যাতে পরিষ্কার থাকে সেজন্য একের পর এক কাজ করেই চলেছে রেল। তবে অনেকবার বলা সত্ত্বেও স্টেশনগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কার্যত দুঃসহ হয়ে উঠেছে। শিয়ালদার ক্ষেত্রেও তাই। এহেন অবস্থায় এবার বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শিয়ালদা স্টেশন নিয়ে বড় সিদ্ধান্ত রেলের

এক রিপোর্ট অনুযায়ী, এই রেল স্টেশনের উপর দিয়ে প্রতিদিন ৩০ লক্ষেরও বেশি মানুষ যাতায়াত করেন এদিকে এত পরিমাণে মানুষের যাতায়াতের জন্য স্টেশনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার এক প্রকার অসম্ভব ব্যাপার। রেল অধিকারিকদের কাছে বিষয়টা এক প্রকার চ্যালেঞ্জিং। তবে আর রক্ষে নেই। এবার পূর্ব রেলের তরফে যাত্রীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেওয়া হল।

স্টেশনে আবর্জনা ফেললে এবং ধূমপান করলে অভিযুক্ত যাত্রীদের জরিমানা করায় সম্প্রতি জোর দিয়েছে তারা। এমনিতে ২০২৪ সাল শেষ হতে চলেছে। আর এই বছর শেষ হওয়ার আগে চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ্যে এল। পূর্ব রেল জানিয়েছে, জরিমানা বাবদ লক্ষাধিক টাকা আদায় করা হয়েছে যাত্রীদের কাছ থেকে। শুধুই তাই নয়, শতাধিক মামলা অবধি দায়ের করা হয়েছে। সংখ্যাটা নেহাতই কিন্তু কম নয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বিস্ফোরক তথ্য দিল পূর্ব রেল

পূর্ব রেল জানিয়েছে, এই শিয়ালদা সহ এই শাখার বিভিন্ন স্টেশনে আবর্জনা বা নোংরা ফেলার অপরাধে ৮৬৫টি মামলা দায়ের করা হয়েছে। ওই সব মামলায় ১ লক্ষ ১৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় হয়েছে। স্টেশন চত্বরে ধূমপান করায় ১৩৬ জনকে জরিমানা করেছে রেল। সেই খাতে জরিমানা আদায় হয়েছে ২৭ হাজার ২০০ টাকা। এই বিষয়ে শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার দীপক নিগম জানিয়েছেন, স্টেশন পরিচ্ছন্ন রাখায় তাঁরা বিশেষ জোর দিয়েছেন। যাত্রীদের সচেতন করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group