সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতি মাসের প্রথম দিনই বদলে যায় একাধিক নিয়ম। ঠিক তেমনই আজ অর্থাৎ ১ নভেম্বর, শনিবার থেকে দৈনন্দিন জীবনের বেশ কিছু নিয়মে পরিবর্তনের (Rules Change From 1 November) আসছে। এলপিজির দাম থেকে শুরু করে আধার কার্ড আপডেট বা ব্যাঙ্ক নমিনেশন পলিসি, সবকিছুতেই এসেছে বড়সড় পরিবর্তন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।
এলপিজির দামে পরিবর্তন
প্রতিমাসের শুরুতেই গ্যাস বিপণন সংস্থাগুলি এলপিজির দাম পুনঃনির্ধারণ করে। সেই অনুযায়ী, ১ নভেম্বর থেকে সস্তা হয়েছে এলপিজি সিলিন্ডার। কারণ, ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৫ টাকা কমেছে। অক্টোবর মাসে এই সিলিন্ডারের দাম বেড়েছিল ১৫.৫০ টাকা। আর কলকাতা এবার ৫ টাকা কমে তা দাঁড়িয়েছে ১৬৯৪.৫০ টাকা। তবে হ্যাঁ, গৃহস্থ সিলিন্ডারের দামে এখনও পর্যন্ত কোনওরকম পরিবর্তন হয়নি।
ব্যাঙ্ক নমিনেশন পলিসি
ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে লকার বা সুরক্ষিত হেফাজতে থাকা জিনিসপত্রের জন্য এবার সর্বাধিক চারজন নমিনি যুক্ত হতে পারবে। এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ধারী পরপর সিরিয়াল অনুযায়ী সেই নমিনি নথিভুক্ত করতে পারবে। শনিবার থেকেই এই নিয়ম চালু হচ্ছে। এর ফলে জরুরী ভিত্তিতে টাকা কিংবা গয়না বা মূল্যবান জিনিসপত্র তোলার জন্য গ্রাহকদের পরিবারের যে সদস্যরা নমিনি রয়েছে, তারা দাবি করতে পারবে। মালিকানা নিয়ে আর ঝঞ্ঝাট পোহাতে হবে না।
আধার আপডেটের নতুন নিয়ম
শিশুদের আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করার জন্য শনিবার থেকে আর কোনওরকম টাকা লাগবে না। ইউনিক আইডিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী এক বছর শিশুদের বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। এতদিন এই আপডেট করার জন্য ১২৫ টাকা করে গুনতে হতো। এমনকি আধার কার্ডের নাম, জন্মতারিখ, ঠিকানা বা অন্যান্য যাবতীয় তথ্য আপডেট করার জন্য ৭৫ টাকা দিতে হতো। তবে এবার থেকে তা লাগছে না।
এসবিআই-র নতুন নিয়ম
স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডধারীরা নভেম্বর থেকে সমস্যায় পড়বে। কারণ, নতুন নির্দেশিকা অনুযায়ী স্কুলের ফি দিতে হলে এবার থেকে ১ শতাংশ অতিরিক্ত চার্জ কাটবে। ডিজিটাল ওয়ালেটে ১০০০ টাকার বেশি লোড করলেও দিতে হবে ১% চার্জ। আর এই নিয়ম ১ নভেম্বর থেকেই কার্যকর হয়েছে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের লকারের খরচ
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের লকারের আকার বা ক্যাটাগরির উপর নির্ভর করবে এবার খরচের পরিমাণ। নভেম্বর প্রথম দিন থেকেই নতুন চার্জ ঘোষণা করা হচ্ছে। বিজ্ঞপ্তি জারি করার ৩০ দিনের মধ্যেই তা কার্যকর করা হবে।
আরও পড়ুনঃ ভারী বৃষ্টির জেরে বন্ধ হল দুধিয়া সেতু! থমকে গেল মিরিক-শিলিগুড়ি রুট
লাইফ সার্টিফিকেট
কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের নভেম্বরের মধ্যেই লাইফ সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছে। আর যে ব্যাঙ্কে তাদের পেনশন অ্যাকাউন্ট রয়েছে, সেখানেই তারা তাদের লাইফ সার্টিফিকেট জমা দিয়ে আসতে পারবে। এমনকি জীবনপ্রমাণ পোর্টালের মাধ্যমে অনলাইনেও তা জমা দিতে পারবে।












