২০২৫ সালে ৪ বার হবে চন্দ্র ও সূর্যগ্রহণ, কবে দেখা যাবে ভারতে? প্রকাশ্যে এল দিনক্ষণ

Published on:

solar eclipse and luner eclipse of 2025

পার্থ সারথি মান্না, কলকাতাঃ রাত পোহালে মাত্র একটা দিনের অপেক্ষা তারপরেই শুরু নতুন বছর। ২০২৫ সালটা কেমন যাবে তা নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করতে শুরু করেছেন। তবে যারা ধর্মকর্ম মানেন তাদের জন্য বছরের শুরুতেই কিছু তথ্য জেনে রাখা ভালো। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে মোট ৪টি গ্রহণ রয়েছে। যেটার সময় সূচি জানার জন্য অনেকেই বেশ আগ্রহী। তাই আজকের প্রতিবেদনে আসন সূর্য ও চন্দ্রগ্রহণের সম্ভাব্য দিনক্ষণ ও সময় সম্পর্কে জানানো হল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ | 2025 First Lunar eclipse |

২০২৫ সালের ১৪ ই মার্চ প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। তবে যেহেতু গ্রহণের সময় ভারতের আকাশে সূর্য থাকবে বা দিনের বেলা থাকবে তাই এটা ভারত থেকে দেখতে পাওয়া যাবে না। তবে এই সময় যেখানে রাত্রি থাকবে অর্থাৎ আমেরিকা, পশ্চিমি ইউরোপের দেশগুলিতে এদিন চন্দ্রগ্রহণ ভালোভাবেই দেখা যাবে।

প্রথম আংশিক সূর্যগ্রহণ | 2025 First Solar eclipse |

মার্চ মাসেই চন্দ্রগ্রহণের পর সূর্যগ্রহণ হবে। তবে এটা পূর্ণ নয় বরং আংশিক সূর্যগ্রহণ হবে। ২৯শে মার্চ ২০২৫ তারিখে এই আংশিক সূর্যগ্রহণ হবে। যদিও এটিও ভারত থেকেই দৃশ্যমান হবে না। মূলত আমেরিকা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ইত্যাদি জায়গা থেকে এটিকে দেখতে পাওয়া যাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দ্বিতীয় পূর্ণ চন্দ্রগ্রহণ | 2025 2nd Lunar eclipse |

মার্চ মাসের পর সেপ্টেম্বর মাসে দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে। প্রথমটা দেখতে না পাওয়া গেলেও ৭ ই ডিসেম্বরের পূর্ণ চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে। ৭ই সেপ্টেম্বর রাত্রি ৮ টা বেজে ৫৮ মিনিট থেকে শুরু করে পরের দিন ২ টো বেজে ২৫ মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ চলবে। এই সময়টা চাঁদকে লাল বলয়ের মত দেখা যাবে।

দ্বিতীয় আংশিক সূর্য গ্রহণ | 2025 2nd Solar eclipse |

২০২৫ সালের দ্বিতীয় আংশিক সূর্যগ্রহণও হবে সেপ্টেম্বর মাসেই। ২১ ও ২২ শে সেপ্টেম্বর তারিখে আংশিক সূর্যগ্রহণ হবে, তবে এবারেও ভারতের লোকেরা সেটা দেখতে পাবে না। নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণী পলিনেশিয়া ও পশ্চিম আন্টার্কটিকাতে এই আংশিক সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group