বিক্রম ব্যানার্জী, কলকাতা: দুর্গাপুজোর আর দু সপ্তাহও নেই। নীল আকাশে পেজা তুলোর মতো মেঘ জানান দিচ্ছে, মা আসছেন। পুজোর 5টা দিন নিজেদের রঙিন পোশাকে সাজিয়ে তুলতে জোরকদমে চলছে শপিং। যাই হোক, বাঙালির সবচেয়ে বড় উৎসব বলে কথা। আর তার ঠিক আগেই, নিজের জামাকাপড়ের ব্র্যান্ড লঞ্চ করলেন দাদা সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly Fashion Brand)।
বাঙালিয়ানা পোশাকের নতুন ধারা সামনে আনলেন সৌরভ
সোমবার, শহর কলকাতার বুকে রঙিন সন্ধ্যায় নিজের পোশাকের ব্র্যান্ড ‘সৌরাগ্য’ লঞ্চ করলেন সৌরভ গাঙ্গুলি। দুর্গাপুজোর আগেই উৎসবমুখর বাঙালির কাছে বাঙালিয়ানা পোশাকের নতুন ধারা নিয়ে যাওয়ার সঠিক সময় এটাই, তাই বেশি দেরি করলেন না প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
এদিন নিজের পোশাকের ব্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলিকে বাঙালি পোশাক পায়জামা-পাঞ্জাবীতে দেখা গিয়েছিল। খোঁজ নিয়ে জানা গেল, মূলত পুজোর কথা মাথায় রেখেই আগেভাগে নিজের পোশাকের ব্র্যান্ড লাঞ্চ করলেন দাদা। জানা যায়, সৌরভের ব্র্যান্ডের বেশিরভাগ পোশাকই তৈরি হয়েছে মধ্যবিত্ত অর্থাৎ সাধারণ জনতার পকেটের কথা চিন্তা করে।
View this post on Instagram
ব্র্যান্ড লঞ্চের দিনও ক্রিকেট থেকে দূরে থাকলেন না গাঙ্গুলি
সোমবার সৌরাগ্য ব্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলিকে ছেঁকে ধরেছিলেন সাংবাদিকরা। যত যাই হোক, দাদা একজন ক্রিকেট ব্যক্তিত্ব, তাই নতুন ব্র্যান্ড সম্পর্কিত প্রশ্নাবলির পাশাপাশি ক্রিকেট নিয়ে প্রশ্ন করার লোভটা ছাড়তে পারেননি সাংবাদিক বন্ধুরা। ফলে প্রশ্ন ওঠে, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে। উত্তরে সৌরভ জানান, সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ হওয়া উচিত। তবে খেলা খেলার মতো চলুক।
অবশ্যই পড়ুন: চিনের মাটিতে সোনা জয়! স্কেটিংয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, ইতিহাস লিখলেন আনন্দ
বলা বাহুল্য, রবিবার রাতে জয়ের পর পাকিস্তান ক্রিকেটারদের অপেক্ষার মাঝেই ব্যাট হাতে সোজা ড্রেসিংরুমে চলে যান সূর্যকুমার যাদুবেরা। আর তাতেই রাগে ফেটে পড়ে পাকিস্তান দল। নালিশ যায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে। জল গড়ায় ICC পর্যন্ত! এইসব ঘটনা নিয়ে দাদার কী বক্তব্য? সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ বলেন, নো হ্যান্ডশেক বিতর্কে প্রশ্নের উত্তর শুধুই অধিনায়ক সূর্যকুমার যাদবই দিতে পারবেন। মহারাজের কথায়, এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ তিনি শেষ 15 ওভারের পর আর দেখেননি। পরিবর্তে টিভি চ্যানেলে ফুটবল ম্যাচ দেখছিলেন গাঙ্গুলি।
কোথায় পাওয়া যাবে সৌরভের ব্র্যান্ডের জামাকাপড়?
আপাতত যা খবর পাওয়া যাচ্ছে, পুজোর আগে সৌরভের ব্র্যান্ড সোরাগ্যর বিভিন্ন বাঙালি পোশাক অর্থাৎ পায়জামা-পাঞ্জাবি সহ নতুন ট্রেন্ডিং জিন্স, কটন প্যান্ট, শার্ট এবং টি-শার্ট সংস্থাটি নির্দিষ্ট অ্যাপ এবং ওয়েবসাইটের পাশাপাশি শহর কলকাতার বেশকিছু অফলাইন স্টোরে পাওয়া যেতে পারে। তাছাড়াও দাদার ব্র্যান্ডের কুর্তা, পাজামা সেট থেকে শুরু করে বেশ কিছু বাঙালি পোশাক অনলাইন শপিং প্ল্যাটফর্ম মিন্ত্রা থেকে কিনতে পারবেন আপনারা।