বিমানে ওঠার আগে ব্যাগ, লাগেজ থেকে সরান এই ওষুধগুলি, নাহলেই বিপদ! বদলে গেল নিয়ম

Published on:

Airport New Rules

সৌভিক মুখার্জী, কলকাতা: বিমানে ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে বিমানবন্দরের নতুন বিধিনিষেধ (Airport New Rules) সম্পর্কে এখনই জেনে নিন। বিশেষ করে যদি আপনি দুবাই ভ্রমণের পরিকল্পনা করে থাকেন। কারণ সম্প্রতি বিমানবন্দর কর্তৃপক্ষ বেশ কিছু নিয়মে বদল এনেছে। যেখানে কিছু নির্দিষ্ট ওষুধ এবং জিনিসপত্র কেবিন বা চেক-ইন লাগেজে একেবারেই নেওয়া যাবে না। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। চলুন জেনে নিই, কী কী জিনিস ব্যাগে রাখলে চেক-ইনের সমস্যায় পড়তে পারেন। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এই জিনিসপত্রগুলি মোটেই নেবেন না!

এয়ারপোর্টের নতুন নিয়ম অনুযায়ী নীচের জিনিসগুলির মধ্যে যদি একটি দ্রব্য আপনার ব্যাগে থাকে, তাহলে বিমানবন্দরে প্রবেশের আগেই আপনি আটকে যাবেন। হ্যাঁ, তাই আগেভাগেই এগুলি সম্পর্কে সতর্ক হন।

১) বেশ কিছু মাদকদ্রব্য ও নিষিদ্ধ ওষুধ যেমন কোকেন, হিরোইন, আফিম, পোস্ত দানা, ঘুমের ওষুধ ইত্যাদি আর নেওয়া যাবে না। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

২) নিষিদ্ধ খাদ্য এবং বন্যপ্রাণী সামগ্রী যেমন সুপারি বা কিছু নির্দিষ্ট ভেষজ পণ্য, হাতির দাঁত বা গন্ডারের শিং দিয়ে তৈরি বস্তু, মাছ ধরার জাল ইত্যাদি আর নেওয়া যাবে না। 

৩) নিষিদ্ধ বই, চিত্রকর্ম ও শিল্প সামগ্রীজাত জিনিস নেওয়া যাবে না। যেমন ছাপানো পত্রিকা, তৈলচিত্র, ফটোগ্রাফ, পাথর খোদাই করা ভাস্কর্য নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। 

৪) এছাড়া অন্যান্য বিভিন্ন দ্রব্য নিষিদ্ধ করা হয়েছে। যেমন জাল মুদ্রা, ঘরে তৈরি খাবার, নন ভেজ খাবার।

যদি কেউ এই নিষিদ্ধ বস্তু বহন করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এয়ারপোর্টের তরফ থেকে, এমনটাই দাবি করছে সংবাদ সূত্রগুলি।

কিছু জিনিস নেওয়া যাবে, তবে গুনতে হবে চার্জ

বেশ কিছু পণ্য আপনি বিমানবন্দরে অনুমতি নিয়ে বা অতিরিক্ত ফি প্রদান করে এবার থেকে বহন করতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল গাছপালা, সার বা ওষুধ, মেডিকেল যন্ত্রপাতি এবং বই, কসমেটিকস ও পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, ওয়ারলেস ডিভাইস এবং ট্রান্সমিটার। এছাড়া কিছু বিশেষ অ্যালকোহল, ই-সিগারেট এবং ইলেকট্রনিক হুঁকোর মত দ্রব্য। তবে আমাদের পরামর্শ, এগুলি বহন না করায় বুদ্ধিমানের কাজ হবে। 

এই ওষুধগুলি একেবারেই নিষিদ্ধ!

বিমানবন্দর কর্তৃপক্ষ নির্দিষ্ট কিছু ওষুধ বহন করার ক্ষেত্রে এবার কড়া বিধিনিষেধ আরোপ করেছে। তাই নীচের ওষুধগুলির মধ্যে যদি একটিও শুধু আপনার লাগেজে থাকে, তাহলে আগেভাগেই সরিয়ে ফেলুন।

  • Betamethodol
  • Alpha-methylphenanil
  • Cannabis
  • Codoxime
  • Fentanyl
  • Poppy Straw Concentrate
  • Methadone
  • Oxycodone
  • Trimeperidine
  • Cathinone
  • Codeine
  • Amphetamine

আরও পড়ুনঃ ভারত এবার হবে ই-স্পোর্টস হাব! আম্বানির এক সিদ্ধান্তে বদলে যাবে গেমিং ইন্ডাস্ট্রি

বিমানে ওঠার আগেই ভালোভাবে চেক করুন

বিশেষ করে আপনি যদি দুবাই ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে নতুন নিয়ম অনুযায়ী ব্যাগ গোছান। কারণ যাত্রা শুরুর আগে ব্যাগ পরীক্ষা না করলে বিমানবন্দরে আইনি ঝামেলার মুখোমুখি পড়তে পারেন। তাই আগেভাগেই সতর্ক হন এবং বিধিনিষেধ মেনে চলুন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group