Indiahood-nabobarsho

মুদ্রাস্ফীতি নিয়ে SBI-র রিপোর্টে চমক! স্বস্তি পাবে কোটি কোটি মানুষ

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের সাধারণ নাগরিকদের জন্য এবার বিরাট সুখবর আসতে চলেছে। সম্প্রতি ভারতীয় স্টেট ব্যাঙ্কের এক রিপোর্ট বলছে যে, দেশের মুদ্রাস্ফীতি (SBI On Inflation) অনেকটাই কমেছে। এর ফলে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 2025-26 অর্থবর্ষে সুদের হার 1.25% থেকে 1.5% পর্যন্ত কমাতে পারে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। অর্থাৎ, যারা ঋণ নিয়েছেন বা নতুন ঋণ নিতে চান, তাদের জন্য মাসিক কিস্তির বোঝা অনেকটাই কমতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মার্চ মাসের মুদ্রাস্ফীতির 67 মাসের মধ্যে সর্বনিম্ন!

ভারতীয় স্টেট ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে, মার্চ মাসে ভারতের ভোগ্যপণ্যের মূল্য সূচক বা সিপিআই 3.34 শতাংশ নেমে এসেছে, যা গত 67 মাসের মধ্যে সবথেকে তলানিতে। আর এই পরিসংখ্যান থেকেই ব্যাঙ্কটি মনে করছে যে, আগামী দিনে সুদের হার আরো কমতে পারে। আর ইতিমধ্যেই ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে আরবিআই দুইদফায় 25 বেসিস পয়েন্ট করে মোট 50 বেসিস পয়েন্ট সুদের হার কমিয়েছে।

জুন এবং আগস্ট মাসে ফের কমতে পারে সুদের হার

ভারতীয় স্টেট ব্যাঙ্কের রিপোর্ট বলছে, জুন এবং আগস্ট মাসে আরও 75 বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হতে পারে। এমনকি 2026-র শুরুতে আরও 50 বেসিস পয়েন্ট রেপো রেট কমার সম্ভাবনা থাকছে। এর ফলে আগামী মার্চ, 2026 এর মধ্যে রেপো রেট নেমে একেবারে 5.0% থেকে 5.25% হতে পারে। যা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারণ করা 5.65% এর থেকেও অনেকটাই কম। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল থাকলে মুদ্রাস্ফীতি আরও নামবে!

এদিকে খাদ্যপণ্যের দাম যদি খুব একটা উত্থান-পতন না ঘটে, তাহলে 2025-26 অর্থবর্ষের প্রথম দিকেই মুদ্রাস্ফীতি 3%-র নীচে নামতে পারে বলে মনে করছে বেশ কিছু বিশেষজ্ঞ। এসবিআই অনুমান করছে যে, গোটা অর্থবর্ষের সিপিআই দাঁড়াতে পারে মাত্র 3.7% থেকে 3.8%। আর এই হার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে এবং ক্রেতাদের পকেটের চাপ অনেকটাই কমছে।

আরও পড়ুনঃ ঘন্টায় ২৮,০০০ কিমি বেগে স্যাটেলাইট ডগ ফাইটিং! পাকিস্তান দূর, ভারতের কীর্তিতে চিন্তিত চিনও

সুদের হার কমলে কী হবে সাধারণ মানুষের?

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক যদি সুদের হার কমানোর পথে হাঁটে, তাহলে সরাসরি প্রভাব পড়বে ইএমআই-এর উপর। বিশেষ করে হোম লোন, গাড়ি লোন বা পার্সোনাল লোনের ক্ষেত্রে কিস্তির পরিমাণ অনেকটাই কমবে। ফলে যারা ঋণ নিয়েছেন বা ঋণ নেবেন, তাদের জন্য অনেকটাই স্বস্তি মিলবে। অন্যদিকে ব্যাঙ্ক আমানতের উপরেও সুদের হার কমতে পারে। এখন দেখার রিজার্ভ ব্যাঙ্ক ঠিক কোন দিকে হাঁটে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group