সৌভিক মুখার্জী, কলকাতা: বৃন্দাবনের জনপ্রিয় সাধক প্রেমানন্দ মহারাজকে (Premanand Maharaj) নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে, মহারাজ নাকি খুব অসুস্থ। এমনকি তাঁর গোটা শরীর ফুলে গিয়েছে এবং দুই হাত ব্যান্ডেজ করা। আর এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। তবে আদৌ কি তাই?
ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ক্লিপটিতে দেখা যাচ্ছে, প্রেমানন্দ মহারাজের শরীরে ফোলাভাব, এমনকি হাতে ব্যান্ডেজ। আর এই দৃশ্য দেখে অনেকে ধরে নেন যে, মহারাজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এমনকি অনেক ভক্ত সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনাও করেন। তবে এর পেছনের ঘটনা সম্পূর্ণ আলাদা।
4852
[Breaking News] #1130
Pujya Premanandji Maharaj recovering at Shri Hit Radha Keli Kunj Ashram, Vrindavan: Daily dialysis for kidney issues, body swelling & bandaged hands; padyatra postponed indefinitely, October 8, 2025. Devotees pray for swift healing. Follow for updates.… pic.twitter.com/Qr5kfprfmk— Sayaji Samachar Network (@SayajiSamacharX) October 8, 2025
তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পর মঙ্গলবার এক ভক্ত প্রেমানন্দ মহারাজকে প্রশ্ন করেন। তিনি বলেন, “মহারাজ, গত তিনদিন ধরে আপনার হাসপাতালে ভর্তি হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে!” তবে মহারাজ হাসিমুখেই উত্তর দেন যে, “দ্যাখো, আমি তিনদিন ধরে প্রাইভেট কনভারসেশন করছি। এখন মোবাইলও মাঝে মাঝে আমাকে মিথ্যা বানিয়ে দেয়।” আর এই উত্তর শুনেই সবাই হাসিতে ফেটে পড়েন।
আরও পড়ুনঃ ‘সংবিধানের উপর আক্রমণ!’ জুতো ছোঁড়া কাণ্ডে মুখ খুললেন CJI গাভাইয়ের ৮৪ বছরের মা
আশ্রমে তরফ থেকে কী বলা হচ্ছে?
জানিয়ে রাখি, স্বামী প্রেমানন্দ মহারাজ বর্তমানে কেলিকুঞ্জ আশ্রমে অবস্থান করছেন। আর আশ্রম কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, মহারাজ সম্পূর্ণ রূপে সুস্থ রয়েছেন। প্রতিদিনের মতো তাঁর বক্তৃতা ও দর্শন স্বাভাবিকভাবেই চলছে। কেবল ভোর চারটের পথভ্রমণটি কিছুদিনের জন্য স্থগিত করা হয়েছে। এমনকি আশ্রম কর্তৃপক্ষ ভক্তদের অনুরোধ করে বলেছেন, সোশ্যাল মিডিয়ার খবর বা পুরনো ভিডিও দেখে মোটেও বিভ্রান্ত হবেন না। আর এই খবর ঘোষণা সামনে আসতেই স্বস্তির নিশ্বাস ফেলেছে তাঁর ভক্তরা।