৩ দিনেই মিলবে পাসপোর্ট, লাগবে না পুলিশ ভেরিফিকেশন! কীভাবে, কোথা থেকে করবেন দেখুন

Published on:

Tatkal Passport

সৌভিক মুখার্জী, কলকাতা: জরুরী কাজে বাইরে বেরোতে হচ্ছে? হঠাৎ করে এমারজেন্সি বিদেশে যাওয়ার দরকার পড়েছে? হাতেগোনা মাত্র কয়েকটা দিন বাকি? তবে পাসপোর্ট (Tatkal Passport) পেতে গেলে তো মাসখানেক অপেক্ষা করতে হবে! কিন্তু না, এখন আর তা নয়!  কারণ? আসলে আজকাল পাসপোর্ট মাত্র তিন দিনের মধ্যেই আবেদনকারীর হাতে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। তাও কোন পুলিশ ভেরিফিকেশন ছাড়াই। কিন্তু কীভাবে? চলুন এই প্রতিবেদনে জানিয়ে দিচ্ছি।

কী এই তৎকাল পাসপোর্ট?

আসলে যাদের কোনো জরুরী প্রয়োজনে দ্রুত পাসপোর্ট দরকার হয়, তাদের কথা মাথায় রেখেই ভারত সরকার এই তৎকাল পাসপোর্ট পরিষেবা চালু করেছে। সাধারণ পাসপোর্টের তুলনায় অনেক দ্রুত এই পাসপোর্ট বানানো যায়। এমনকি এতে কোনোরকম পুলিশ ভেরিফিকেশন লাগে না, আর গেজেটেড অফিসারের সার্টিফিকেটের দরকার পড়ে না।

কোন কোন ডকুমেন্ট লাগে?

খোঁজ নিয়ে জানা গেল, তৎকাল পাসপোর্টে আবেদন করার সময় আধার কার্ড, ভোটার আইডি কার্ড, সরকার বা বেসরকারি সংস্থার সার্ভিস আইডি কার্ড, জাতিগত শংসাপত্র, পেনশন সংক্রান্ত নথি, প্যান কার্ড এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স দরকার পড়ে।

তৎকাল পাসপোর্টে খরচ কত হয়?

পাসপোট ইন্ডিয়ার ওয়েবসাইটের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তৎকাল পাসপোর্ট বানানোর জন্য বিভিন্ন রকম খরচের স্ল্যাব রয়েছে। প্রথমত, নতুন বা পুনরায় ইস্যু করার জন্য 36 পৃষ্ঠার পাসপোর্ট বানাতে খরচ পড়ে 3500 টাকা, যার বৈধতা থাকবে 10 বছর। দ্বিতীয়ত, নতুন বা পুনরায় ইস্যু করার জন্য 60 পৃষ্ঠার পাসপোর্ট বানাতে খরচ পড়বে 4000 টাকা, যারও বৈধ থাকবে 10 বছর।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

তবে বলে রাখি, হারানো, ক্ষতিগ্রস্ত বা চুরি হওয়া কোনও পাসপোর্ট যদি ইস্যু করতে চান বা নতুন করে বানাতে চান, তাহলে অবশিষ্ট বৈধতা অনুযায়ী সেই পাসপোর্ট ইস্যু করা হবে এবং এই পাসপোর্টে 36টি পৃষ্ঠা থাকবে এবং বানাতে মোট খরচ পড়বে 5000 টাকা।

কতদিন লাগবে পাসপোর্ট হাতে আসতে?

আবেদন একবার সফলভাবে জমা দেওয়ার পর যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে মাত্র তিন কর্মদিবসের মধ্যেই আপনার পাসপোর্ট পোস্ট অফিসের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। আর এই প্রক্রিয়ায় কোনোরকম পুলিশের রিপোর্ট না আসলেও চলে। ফলে ঝক্কি অনেকটাই কম।

আরও পড়ুনঃ এখন মুদির দোকানেও হবে ব্যাঙ্কের KYC আপডেট! বড় পদক্ষেপ RBI-র

কারা তৎকাল পাসপোর্ট পাবে না?

প্রথমত, যারা ভারতীয় নাগরিকের সন্তান হলেও বিদেশে জন্মেছেন, তারা তৎকাল পাসপোর্ট পাবে না। যারা স্বরাষ্ট্রমন্ত্রকের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন, তারা এবং যারা পাসপোর্টের নাম পরিবর্তন করতে চান, তারাও তৎকাল পাসপোর্ট পাবে না। পাশাপাশি জম্মু কাশ্মীরের বাসিন্দারা তৎকাল পাসপোর্ট ইস্যু করতে পারবে না এবং দত্তক নেওয়া শিশুরাও এই নিয়মের বাইরে পড়বে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥