সামনেই লোকনাথ বাবার তিরোধান দিবস, কীভাবে করবেন পুজো? জেনে নিন দিনক্ষণ ও শুভ তিথি

Published:

Baba Lokenath
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: লোকনাথ বাবার (Baba Lokenath) ভক্ত প্রায় সবাই! যার নাম একবার মুখে নিলেই অদ্ভুত শান্তি অনুভব হয়। যেকোনো বিপদের সময় তাকে ডাকলেই সুফল পাওয়া যায়। এমনকি তার আশীর্বাদে সব কঠিন মুহূর্ত অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। হ্যাঁ, তিনিই হলেন লোকনাথ ব্রহ্মচারী।

আসলে প্রতি বছর 19 জ্যৈষ্ঠ, লোকনাথ বাবার তিরোধান দিবসে হাজার হাজার ভক্ত তার পুজো করেন। হ্যাঁ, এবছর এই বিশেষ দিনটি পড়ছে ইংরেজি 3 জুন, সোমবার। এদিন সকাল থেকে সন্ধ্যা, সারাদিন ধরেই লোকনাথ বাবার পুজো হবে।

কে ছিলেন লোকনাথ ব্রহ্মচারী?

উত্তর 24 পরগনা জেলার অশোকনগরের কচুয়া গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল লোকনাথ বাবার। তার পিতা ছিলেন রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবী। তিনি জন্মাষ্টমীর দিন জন্মগ্রহণ করেছিলেন বলে জানা যায়। অনেক ভক্ত বিশ্বাস করেন যে, লোকনাথ ব্রহ্মচারী স্বয়ং শিবের উপাসনা করতেন।

হ্যাঁ, তার পুজো করলে নাকি সমস্ত দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায়। কারণ লোকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদ সঙ্গে থাকলেই কঠিন মুহূর্ত কাটিয়ে সুখের মুখ দেখা যায়। বিশেষ করে যেখান থেকে খুশি সেখান থেকে ডাকলেই নাকি তিনি ধরা দেন। হ্যাঁ, এমনটাই বিশ্বাস করেন অনেকে।

আর সে জন্যে কথিত আছে- “রণে, বনে, জলে, জঙ্গলে, যেখানেই বিপদে পড়িও, আমাকে স্মরণ করিও।”

কখন করবেন লোকনাথ বাবার পুজো?

যদিও লোকনাথ বাবার পুজো করার সেরকম কোনো নির্দিষ্ট নিয়মকানুন নেই। তবুও 13 জ্যৈষ্ঠ বা 3 জুন বাবার তিরোধান দিবস উপলক্ষ্যে সকাল থেকে সন্ধ্যা, যেকোনো সময় পুজো করতে পারেন। তবে সাধারণত দিনের আলো থাকতে তার পুজো করাকে শুভ বলে গণ্য করা হয়। 

আরও পড়ুনঃ গরমের ছুটির পর আগামীকালই খুলছে স্কুল, তার আগে বড় বৈঠক প্রশাসনের

লোকনাথ বাবার পুজোয় কী কী দেবেন?

লোকনাথ বাবা এমনিতেই খুব সাদামাটা। তার পূজায় খুব জাঁকজমক করার প্রয়োজন হয় না। তবে অল্প কয়েকটি জিনিস তাকে অর্পণ করেই ভক্তি ভরে তার আরাধনা করা যায়। আর সেগুলি হল-

  • মিছরি- লোকনাথ বাবার খুব প্রিয় এই মিছরি। কথিত আছে, তার পুজোয় মিছরি দিলে মনষ্কামনা নাকি পূর্ণ হয়।
  • মরসুমি ফল- তালের শাঁস, লিচু, আম, জাম, ইত্যাদি মরসুমি ফল লোকনাথ বাবার পুজোয় অর্পণ করতে পারেন।
  • সাদা মিষ্টি- অমৃতি, সাদা মিষ্টি, সন্দেশ কিংবা চিনির পায়েস লোকনাথ বাবার খুবই পছন্দের। তাই এগুলো দিয়ে পুজো করতে পারেন।
  • সাধারণ খাবার- লোকনাথ বাবাকে দামি কোনও খাবার দেওয়া দরকার পড়ে না। অল্পতেই সন্তুষ্ট তিনি। হ্যাঁ, খিচুড়ি, ডাল ভাত, চচ্চড়ি, ইত্যাদি দিলে লোকনাথ বাবা খুবই খুশি হন বলে বিশ্বাস করেন অনেকেই।
  • নীল শাপলা ফুল- এই ফুলটি লোকনাথ বাবার পুজোয় নিবেদন করলে ভক্তরা বিশেষ আশীর্বাদ পায় বলে মনে করেন অনেকে। 
  • সাদা ফুল- বেল ফুল, টগর ফুল বা কলকে ফুল দিয়ে লোকনাথ বাবার পুজো করতে পারেন। কারণ সাদা রং লোকনাথ বাবার পবিত্রতার প্রতীক।
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join