আম্বানির শৈশব কাটানো বাড়ির দাম আজ ১০০ কোটি! মাত্র ২ টাকা দিয়েই ঘোরা যায় এই প্রাসাদ

Published on:

Mukesh Ambani

সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের ধনকুবদের নাম আসলে তালিকায় মুকেশ আম্বানি (Mukesh Ambani) থাকবে না, এমনটা হতে পারে না। তার মুম্বাইয়ের আল্টমাউন্ট রোডে বিলাসবহুল অ্যান্টিলিয়া কথা পুরো বিশ্ববাসী জানে। তবে আপনি কি জানেন, এই মুকেশ আম্বানির শিকড় একেবারে সাধারণ, সাদামাটা এক গুজরাটি গ্রামে? 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হ্যাঁ, এখানেই রয়েছে তার শৈশবের স্মৃতিজড়িত প্রাসাদ তুল্য বাড়ি। যার মূল্য আজ প্রায় 100 কোটি টাকা। অথচ এখানে ঢুকতে আপনাকে খোয়াতে হবে মাত্র 2 টাকা। তো চলুন, একটু মুকেশ আম্বানির শৈশবে ফিরে যাওয়া যাক।

ইতিহাস কী বলছে?

খোঁজ নিয়ে জানা গেল, চোরওয়াদ নামের গুজরাটের জুনাগড় জেলার এক উপকূলবর্তী গ্রামে মুকেশ আম্বানির জন্ম। এখানে রয়েছে 1.2 একর জমির উপর নির্মিত আম্বানির পূর্বপুরুষদের বাড়ি মাঙ্গারোলভালানো দেলো। জানা যাচ্ছে, বাড়িটি দুই তলা। এমনকি রয়েছে বিরাট উঠোন, কাঠের খোদাই করা জানালা, শান্ত বারান্দা আর মাঝে সবুজে ঘেরা বাগান।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

একটা সময় ছিল, যখন এই বাড়িটি জমজমাটে ভরিয়ে রাখত হিরাচাঁদ গোর্ধনভাই আম্বানির ছয় সন্তানের কোলাহল। যাদের মধ্যে একজন ছিলেন ধীরুভাই আম্বানি, যিনি মুকেশ আম্বানির বাবা। তার হাত ধরেই গড়ে উঠেছে এই বিরাট রিলায়েন্স সাম্রাজ্য। সূত্র দাবি করছে, ধীরুভাই আম্বানি মাত্র 16 বছর বয়সে এই বাড়ি ছেড়ে ইয়েমেনের পথে পাড়ি দেন। আর সেখান থেকেই তার ভাগ্য বদলে যায়।

100 কোটি টাকার বাড়ির ইতিহাস

হিসাব বলছে, এই বাড়িটির বর্তমান বাজার মূল্য 100 কোটি টাকা। তবে 2002 সালে ধীরুভাই আম্বানির মৃত্যুর পর আম্বানি পরিবার এটি নিজেদের নামেই কিনে নেন। আর এর আগে তারা দীর্ঘদিন ধরে বাড়িটিকে ভাড়া হিসাবে ব্যবহার করত। 

জানা যাচ্ছে, 2011 সালে এই বাড়িটিকে একটি স্মৃতিসৌধে রূপান্তরিত করা হয়। আর তার নাম দেওয়া হয় ধীরুভাই আম্বানি মেমোরিয়াল হাউস। বাড়িটির একপাশ কোকিলাবেন আম্বানি এবং তার পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রয়েছে, আর বাকি অংশটি সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া। এখানে আপনি দেখতে পাবেন ধীরুভাই আম্বানির ব্যবহৃত সমস্ত জিনিসপত্র, পুরস্কার, ছবির গ্যালারি এবং বহু মূল্যবান সব স্মৃতি। 

আরও পড়ুনঃ আরও ১৭৯ কোটি টাকা বরাদ্দ! বাড়বে চাল, গমের পরিমাণ? রেশন নিয়ে বড় ঘোষণা সরকারের

মাত্র 2 টাকা দিয়েই দেখতে পাবেন সবকিছু

খোঁজ নিয়ে জানা গেল, প্রতি সপ্তাহের মঙ্গলবার থেকে রবিবার সকাল 9 টা থেকে সন্ধ্যা 6 টা পর্যন্ত এই বাড়িটিকে ঘুরে দেখতে পারে সাধারণ মানুষজন। তবে শুধু সোমবার এবং সরকার নির্ধারিত ছুটির দিন এই বাড়িটি বন্ধ থাকে। 

এমনকি মাত্র 2 টাকা খরচ করেই আপনি প্রবেশ করতে পারবেন এই বাড়িতে। আর এখানে একবার প্রবেশ করলেই আপনি ইতিহাসের গন্ধ নাকে পাবেন। যেখানে অ্যান্টিলিয়া আজ মুকেশ আম্বানির তৈরি সবথেকে বিলাসবহুল প্রতীক, সেখানে চোরওয়াদের এই প্রাচীন বাড়িটি এখনো এই ধনকুবেরের আবেগের সঙ্গে জড়িত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group