টানা ১৩৬ দিন দেখা যাবে না সূর্য, অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকবে বিশ্ব

Published:

Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: টানা 136 দিন ধরে নাকি দেখা মিলবে না সূর্যের। হ্যাঁ, এমনই ঘটনা ঘটবে পৃথিবীর উত্তরের স্থায়ী বসবাসযোগ্য স্থান কানাডিয়ান আর্কটিকে। জানা যাচ্ছে, এটি উত্তর মেরু থেকে মোটামুটি 817 কিলোমিটার দূরে অবস্থিত। নুনাভুটের এলেসমেয়ার দ্বীপের উত্তর পূর্ব প্রান্তেই এই দ্বীপপুঞ্জের অবস্থান। বিশেষজ্ঞরা বলছে, মেরু রাত্রির (Polar Night) কারণে এখানে নাকি 136 দিন পর্যন্ত সূর্যের দেখা মিলবে না। 24 ঘন্টা শুধুই থাকবে ঘুটঘুটে অন্ধকার।

অবিশ্বাস্য ঘটনা কানাডিয়ান আর্কটিকে

রিপোর্ট বলছে, গত 13 অক্টোবর এখানে শেষবার সূর্য দেখা গিয়েছিল। আর আগামী 27 ফেব্রুয়ারির আগে এখানে আর সূর্য দেখার কোনও সম্ভাবনা নেই। কারণ মেরু রাত্রি এমন এক ঘটনা, যা পৃথিবীর উত্তর মেরু কিংবা দক্ষিণ মেরু অঞ্চলে ঘটে। আর যেখানে মেরু রাত্রি ঘটে, সেখানে সূর্য 24 ঘন্টার বেশি সময় দিগন্তের নীচে থাকে। আর যেহেতু বায়ুমণ্ডল সূর্যালোককে প্রতিসরণ করে, তাই মেরু রাত্রির চেয়ে মেরু দিন দীর্ঘ হয়।

প্রসঙ্গত জেনে রাখা ভালো, কানাডিয়ান আর্কটিক দ্বীপপুঞ্জ হল উত্তর কানাডার একটি বিশাল দ্বীপ সমষ্টি। আর এটি গ্রীনল্যান্ড, উত্তর আমেরিকা এবং ইউরোপের মূল ভূখণ্ডের উত্তর দিকে অবস্থিত। এখানে মোট 94টি প্রধান দ্বীপ এবং হাজার হাজার ছোট ছোট দ্বীপ রয়েছে। তার মধ্যে ভিক্টোরিয়া, বাফিন উল্লেখযোগ্য। এই দীপুঞ্জগুলি মূলত আর্কটিক দ্বীপপুঞ্জ নামে পরিচিত। আর কানাডার উত্তর দিকে আর্কটিক মহাসাগরের মধ্যেই এই দ্বীপপুঞ্জ অবস্থিত। এই দ্বীপগুলির মোটামুটি আয়তন 5 লক্ষ 40 হাজার 500 বর্গমাইল।

কোন কোন জায়গা থেকে দেখা যাবে মেরু রাত্রি?

এখনও পর্যন্ত বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, পৃথিবীর বেশ কয়েকটি জায়গা থেকে এই মেরু রাত্রি দেখা যাবে। সেগুলি হল-

1) রাশিয়ার মুহমানস্ক- রাশিয়ার আর্কটিক শহরের মুহমানস্ক এই তালিকায় অবস্থান করছে। জানা যাচ্ছে, প্রতি শীতে প্রায় 40 দিন এখানে অন্ধকারে ডুবে থাকে। তুষারের নীচেই চলতে থাকে মানুষের জীবনযাত্রা।

2) গ্রিনল্যান্ডের ইলুলিসাত- গ্রিনল্যান্ডের ইলুলিসাতে অক্টোবরের শেষ নাগাদ মেরু রাত্রি ঘটে। আর এটি কয়েক সপ্তাহ ধরেই বিরাজ করে। এই সময় গভীর নীল গোধূলিতা আবৃত হয়ে থাকে জায়গাটি। এমনকি কঠিন আবহাওয়া আর সীমিত দিনের আলোর কারণে বরফের এলাকায় জীবনযাত্রা কার্যত চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে।

আরও পড়ুনঃ কেরালা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ আলিপুরদুয়ারের পরিযায়ী শ্রমিক! আতঙ্কে গোটা পরিবার

3) নরওয়ের সোয়ালবা এবং ইয়ান মায়েন- নরওয়ের এই প্রত্যন্ত দ্বীপপুঞ্জটিও সবথেকে দীর্ঘতম অন্ধকারের সম্মুখীন হয়। কারণ জানা যাচ্ছে, 26 অক্টোবর এখানে সূর্যাস্ত হয় আর 15ফেব্রুয়ারি পর্যন্ত সূর্যের দেখা মেলে না। ফলত প্রায় 111 দিন ধরে এখানে আলো থাকে না।

4) নরওয়ের ট্রমসো- আফ্রিকার প্রবেশদ্বার নামে পরিচিত নরওয়ের ট্রমসোতেও 49 দিন ধরে মেরু রাত্রি থাকে। 27 নভেম্বর সূর্য এখানে অদৃশ্য হয়ে যায় আর জানুয়ারির মাঝামাঝি সময়ই দিগন্তের দিকে সূর্যের দেখা মেলে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join