প্রীতি পোদ্দার, ভোপাল: বারংবার সোশ্যাল মিডিয়ায় একের পর এক নানা ভিডিও ভাইরাল হয়। সেগুলির মধ্যে কোনোটা হয় হাস্যকর, তো আবার কোনোটা হয় ভয়ংকর। আবার এমন কিছু ভিডিও ভাইরাল হয় যেগুলি দেখলে চোখ থেকে জল বেরোতে বাধ্য। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক ধার্মিক চোর চুরি করার আগে ভগবানের কাছে অনুমতি চাইছেন।
ভাইরাল চুরির ভিডিও
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মাচলপুর জেলায়। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক চোর চুরির উদ্দেশে পেট্রোল পাম্পে প্রবেশ করে। কিন্তু চুরি করতে গিয়ে দেখে সেখানে এক মন্দির প্রতিষ্ঠিত করা রয়েছে। সঙ্গে সঙ্গে সেই চোর ওই মন্দিরের দেবতার পুজো করেন এবং হাত জোড় করে মন দিয়ে ভগবানের আশীর্বাদ প্রার্থনা করেন। এমনভাবে সেই চোর ভগবানের সামনে মাথা নত করে আশীর্বাদ নিচ্ছেছিল যে দেখে মনে হচ্ছে এই চোর যেন ঈশ্বরের সামনে মাথা নত করে তার কাজের অনুমতি নিচ্ছে। ঠিক যেমন ডাকাতরা মা কালীর আরাধনা করে ডাকাতি করতে যান ঠিক তেমন ভাবেই। তারপরেই পেট্রোল পাম্প অফিসের চারিদিকে নগদ টাকা খুঁজতে থাকেন। প্রায় ১.৫৭ লক্ষ টাকা চুরি হয়েছে এদিন।
चोरी करने से पहले भगवान से लिया आशीर्वाद : Madhya Pradesh में Rajgarh जिले में एक चोर ने एक पेट्रोल पंप के कार्यालय में घुसकर लगभग 1.6 लाख रूपए चुराए #viralvideo #MadhyaPradesh #MPNews pic.twitter.com/KJcUyq48yz
— Webdunia Hindi (@WebduniaHindi) December 8, 2024
তদন্তে নেমেছে পুলিশ
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের চক্ষু চড়কগাছ। এমন ধার্মিক চোর দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন অনেকেই। এদিকে চোরকে খুঁজছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ক্লু খোঁজার চেষ্টা করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় পেট্রোল পাম্পের কর্মচারীরা অঘোরে ঘুমিয়ে ছিলেন। চুরির পর যখন চোর ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছিল তখনই তাঁদের ঘুম ভেঙে যায়। তখনই পেট্রোল পাম্পের কর্মচারীরা ঘুম থেকে উঠে চোরের পেছনে দৌঁড়ে গেলেও তাকে ধরতে পারেনি। কারণ ততক্ষণে চোর অনেক দূর চলে গিয়েছে।