২ সপ্তাহেই মাথা ভর্তি চুল! মাত্র ১০০ টাকায় শানু বাবার এই আয়ুর্বেদিক লাগালেই বাজিমাত

Published:

Hair Fall
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আধুনিক যুগে চুল পড়া যেন এক ট্রেন্ড হয়ে উঠেছে। এখন আর চুল পড়তে (Hair Fall) বয়স লাগছে না, তরুণ-তরুণীদের মধ্যেও এই সমস্যা হু হু  করে বাড়ছে। দূষণ, খারাপ খাদ্যভ্যাস সবকিছু মিলিয়েই চুল পড়া যেন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। তবে এই চুল পড়ার হাত থেকে রেহাই পাওয়ার জন্য বাজারে নানারকম চুল গজানোর তেল বা ওষুধ থাকলেও অধিকাংশ ক্ষেত্রে সেগুলো রাসায়নিকে ভরপুর থাকে এবং যা শরীরের উপর খারাপ প্রভাব ফেলে।

আর ঠিক এই পরিস্থিতিতে যেন মুশকিল আসান হয়ে উঠেছে ভোপালের এক সাধারণ মানুষ। হ্যাঁ, তার নাম শানু বাবা। মাত্র 100 টাকায় তিনি এমন এক আয়ুর্বেদিক ওষুধ তৈরি করেছেন, যা ব্যবহার করলে মাত্র দুই সপ্তাহের মধ্যেই মাথা ভরে চুল গজাচ্ছে।

শুরুটা কীভাবে?

আসলে শানু বাবার ওষুধ তৈরির গল্পটা একেবারে কল্পনার মত। একদিন তিনি তার বাবার সঙ্গে বসে মোবাইলে একটি ভিডিও দেখছিলেন। ভিডিওটিতে চুল পড়া ঠেকাতে বিভিন্ন প্রাকৃতিক উপায় সম্পর্কে আলোচনা করা হচ্ছিল। তার বাবা ছিলেন আয়ুর্বেদিক ভেষজ সম্পর্কে একজন বিশেষজ্ঞ। আর সেখান থেকেই তার যাত্রা শুরু। বাবার পরামর্শ নিয়েই তিনি স্থানীয় উদ্ভিদ দিয়ে এক বিশেষ ফর্মুলা তৈরি করেন। এমনকি তা আশেপাশের মানুষদের উপরে প্রয়োগ করেন।

শানু বাবা দাবি করেছে, আমরা কোনরকম রাসায়নিক ব্যবহার করছি না। পুরোটাই দেশীয় ভেষজ উপাদান দিয়ে তৈরি এই ওষুধ। বাজারে বড় বড় কোম্পানিগুলি যেখানে বলছে, দুই সপ্তাহের মধ্যে ফল দেবে, সেগুলি বেশিরভাগই কেমিক্যালভিত্তিক এবং রাসায়নিকে ভরপুর। আর এগুলি মানুষের চুল ও ত্বককে প্রচুর পরিমাণে ক্ষতি করে। আমরা চাই, মানুষ প্রকৃত উপকার পাক এবং যেন স্বাস্থ্যের কোনরকম ক্ষতি না হয়।

সর্তকতা এবং কিছু নিয়মকানুন

তবে হ্যাঁ, এই ওষুধটি ব্যবহার করার সময় বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। এমনটাই জানিয়েছে শানু বাবা। তিনি পরামর্শ দিয়েছেন, প্রথম ব্যবহারে মাথায় কিছু চুলকানি বা হালকা ফোসকা দেখা যেতে পারে। এমনকি ওষুধ লাগিয়ে মাথা ধোওয়ার সময় মুখ ও চোখে যেন জল না ঢোকে, সেদিকেও একটু নজর দিতে হবে। এমনকি প্রতিক্রিয়া যদি মাত্রাতিরিক্ত হয়, তাহলে দ্রুত ব্যবহার বন্ধ করে দিতে হবে।

তার এই ওষুধ মাথায় লাগিয়ে ভোপালের এক নাগরিক জানিয়েছেন, খুব অল্প সময়েই আমার মাথার চুল পড়ে গিয়েছিল। অনেক ওষুধ ব্যবহার করেছি। কাজ হয়নি। শানু বাবার সম্পর্কে শুনে উনার ওষুধ ব্যবহার করি। মাত্র দুই সপ্তাহের মধ্যেই আমার মাথায় আবার নতুন চুল গজিয়েছে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাসে সরকারি চাকরি! ব্যাঙ্ক অফ বরোদায় প্রচুর শূন্যপদে পিওন নিয়োগ

মূল্য মাত্র 100 টাকা!

সবথেকে অবাক করার বিষয় হলো, এত কার্যকরী এই ওষুধের দাম শানু বাবা ধার্য করেছে মাত্র ১০০ টাকা। তার কথায়, তিনি কারোর কাছ থেকে অতিরিক্ত কিছু নেন না। ওষুধ বানাতে যেটুকু খরচ হয়, সেটুকুই নিচ্ছে। লক্ষ্য একটাই – যেন সাধারণ মানুষ উপকার পায়।

আরওRemedy
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join