সুরক্ষিত দেশের তালিকায় পাকিস্তানের পিছনে ভারত! হাল খারাপ আমেরিকা, ব্রিটেনের

Published on:

Safest Countries

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি যদি এমন কোনো দেশে থাকতে চান, যেখানে রাতে নির্ভয়ে হাঁটতে পারবেন, কোনো চুরি ডাকাতির ভয় নেই, এমনকি পুলিশের সাহায্য লাগবে না, তাহলে আপনার গন্তব্য হতে পারে ইউরোপের ক্ষুদ্রতম দেশ আন্দোরা। কারণ সম্প্রতি প্রকাশিত নাম্বিও নিরাপত্তা সূচক 2025 রিপোর্ট অনুযায়ী, আন্দোরাকেই বিশ্বের সবথেকে সুরক্ষিত দেশ (Safest Countries) হিসেবে বিবেচনা করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে হ্যাঁ, এই প্রতিবেদনে রয়েছে আরও চমক দেওয়া তথ্য। ভারতের স্থান যেখানে ইউরোপের বহু উন্নত দেশের থেকেও ভালো, আবার দক্ষিণ এশিয়ার দেশগুলির নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এক কথায় প্রতিবেশী বাংলাদেশের অবস্থা খুবই খারাপ।

2025 সালে বিশ্বের 10টি সুরক্ষিত দেশ

নাম্বিও নিরাপত্তা সূচকের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবথেকে সুরক্ষিত দশটি দেশ হল—

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now
  1. আন্দোরা, যার স্কোর 84.7
  2. সংযুক্ত আরব আমিরশাহী (UAE), যার স্কোর 84.5
  3. কাতার, যার স্কোর 84.2
  4. তাইওয়ান, যার স্কোর 82.9
  5. ওমান, যার স্কোর 81.7
  6. ব্রিটিশ ক্রাউন ডিপেন্ডেন্সি, যার স্কোর 79.0
  7. হংকং, যার স্কোর, যার 78.5
  8. আর্মেনিয়া, যার স্কোর 77.9
  9. সিঙ্গাপুর, যার স্কোর 77.4
  10. জাপান, যার স্কোর 77.1

ভারতের অবস্থান কোথায়?

নাম্বিও রিপোর্ট অনুযায়ী, ভারত বর্তমানে 66 তম স্থানে অবস্থান করছে। হ্যাঁ, ভারতের সুরক্ষা স্কোর মাত্র 55.7। আর সবথেকে অবাক করার বিষয় হল, ভারত এই তালিকায় যুক্তরাজ্যের থেকেও এগিয়ে রয়েছে। কারণ যুক্তরাজ্য রয়েছে 87 তম স্থানে এবং তাদের স্কোর 51.7। পাশাপাশি যুক্তরাষ্ট্রের থেকেও এগিয়ে রয়েছে ভারত। কারণ যুক্তরাষ্ট্র রয়েছে 89 তম স্থানে এবং স্কোর 50.8 ।

এবার যদি দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে কথা বলি, তাহলে তালিকাটি এরকম— 

  • চিন রয়েছে 15 তম স্থানে, যার স্কোর 76.0
  • শ্রীলংকা রয়েছে 59 তম স্থানে, যার স্কোর 57.9 
  • পাকিস্তান রয়েছে 65 তম স্থানে, যার স্কোর 56.3
  • ভারত রয়েছে 66 তম স্থানে, যার স্কোর 55.7
  • বাংলাদেশ রয়েছে 126 তম স্থানে, যার স্কোর 38.4
  • আফগানিস্তান রয়েছে 144 তম স্থানে, যার স্কোর 24.9

বিশ্বের সবথেকে অসুরক্ষিত 10 দেশ

তবে যদি অসুরক্ষিত দেশগুলি নিয়ে কথা বলি, তাহলে তালিকাটি কিছুটা এরকম—

  1. ভেনেজুয়েলা, যার স্কোর 19.3
  2. পাপুয়া নিউগিনি, যার স্কোর 19.7
  3. হাইতি, যার স্কোর 21.1
  4. আফগানিস্তান, যার স্কোর 24.9
  5. দক্ষিণ আফ্রিকা, যার স্কোর 25.3
  6. হন্ডুরাস, যার স্কোর 28.0
  7. ত্রিনিদাদ ও টোবাগো, যার স্কোর 29.1
  8. সিরিয়া, যার স্কোর 31.9
  9. জামাইকা, যার স্কোর 32.6
  10. পেরু, যার স্কোর 32.9

আরও পড়ুনঃ খরচ ৮০০০ কোটি, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে মিলবে একগুচ্ছ সুবিধা

কীভাবে তৈরি করা হয় এই তালিকা?

প্রসঙ্গত এই তালিকা প্রস্তুত করে নাম্বিও নামের এক সংস্থা, যা বিশ্বের বৃহত্তম ইউজার-বেসড ডেটাবেস হিসেবে কাজ করে। আর এই সূচক নির্ধারণের ক্ষেত্রে তারা দেশের নাগরিকদের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। যেমন অপরাধের হার, পুলিশের কার্যকারিতা, দিন-রাত্রির সময় ভ্রমণের নিরাপত্তা, সামাজিক অস্থিরতা, জনসাধারণের নিরাপত্তা ইত্যাদি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group