সৌভিক মুখার্জী, কলকাতা: বাচ্চাদের আধার কার্ড নিয়ে ঝামেলা পোহানোর দিন শেষ! কারণ অভিভাবকদের জন্য এবার বিরাট সুখবর নিয়ে এসেছে UIDAI। হ্যাঁ, এবার সরকার নিজের উদ্যোগেই স্কুলে পৌঁছে যাবে, আর সেখানেই আপডেট (Aadhaar Update) করা হবে শিশুদের বায়োমেট্রিক তথ্য।
প্রসঙ্গত, শিশুর বয়স পাঁচ বছর পূর্ণ হওয়ার পরই আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হয়। অনেক সময় দেখা যায়, অভিভাবকরা বায়োমেট্রিক আপডেট করতে ভুলে যায় বা সময়ও বের করতে পারে না। তাই এবার সরাসরি ক্যাম্পের মাধ্যমে স্কুলেই হবে আধার আপডেটের কাজ।
আগামী দুই মাসের মধ্যেই শুরু হবে কাজ
সম্প্রতি UIDAI-র তরফ থেকে জানানো হয়েছে, পরবর্তী 45 থেকে 60 দিনের মধ্যেই ধাপে ধাপে এই প্রকল্প শুরু হবে। প্রথমে পরীক্ষামূলকভাবে কিছু কিছু স্কুলে ক্যাম্প চলবে। তারপর তা ধীরে ধীরে দেশ জুড়ে ছড়িয়ে পড়বে। UIDAI জানিয়েছে, প্রায় 7 কোটি শিশু এখনো তাদের আধার বায়োমেট্রিক আপডেট করেনি। আর আমরা চাই, স্কুলের মাধ্যমেই এই কাজটি সম্পন্ন হোক, যাতে অভিভাবকদের ঝামেলা পোহাতে না হয়।
Deputy Director School Education Yupia is organising a mandatory Aadhaar biometric update and new Aadhaar enrollment camps at all Higher and Secondary schools across #PapumPare w.e.f. 15th July to 31st July,2025.
The camp aims at facilitating #Aadhaar Enrolment for ST Students… pic.twitter.com/FL82bSHMM5
— DIPRO,Papum Pare (official) (@DiproPapumpare) July 18, 2025
প্রসঙ্গত জানিয়ে রাখি, শিশুদের বয়স 5 বছর পূর্ণ হলেই প্রথমবার বায়োমেট্রিক আপডেট করতে হয়। আর 15 বছর বয়সের দ্বিতীয়বার আপডেট করানো বাধ্যতামূলক। পাশাপাশি 5 থেকে 7 বছর বয়সের মধ্যে বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা যায়। কিন্তু 7 বছরের পর করতে গেলে 100 টাকা করে ফি দিতে হয়, আর যদি সময়মতো বায়োমেট্রিক আপডেট করা না হয়, তাহলে শিশুর আধার নম্বর নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।
স্কুলের ভিতরেই হবে ক্যাম্প
জানা গিয়েছে, প্রতিটি জেলায় বিশেষ বায়োমেট্রিক ডিভাইস পাঠাবে UIDAI। আর স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে। সেখানেই শিশুদের ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনার তথ্য সংগ্রহ করা হবে। তবে এক্ষেত্রে অভিভাবকদের অনুমতি অবশ্যই লাগবে। UIDAI-র তরফ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এই মডেল 15 বছর বয়সে দ্বিতীয়বার আপডেটের ক্ষেত্রেও আনার পরিকল্পনা করা হচ্ছে।
আরও পড়ুনঃ ইন্দোনেশিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা! ২৮০ জন যাত্রী থাকা ফেরিতে ভয়াবহ আগুন, মৃত একাধিক
প্রসঙ্গত আধার আপডেটের মাধ্যমে স্কুলে ভর্তি থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার রেজিস্ট্রেশন, সরকারি স্কলারশিপ, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের সুবিধা, সরকারি প্রকল্পের ডকুমেন্ট যাচাইকরণ সবকিছু একেবারে অনায়াসে হয়ে যাবে। আর যদি আধার আপডেট না করা হয়, তাহলে ভবিষ্যতে শিশুর পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বাঁধা আসতে পারে। তাই অবশ্যই স্কুলভিত্তিক এই ক্যাম্পে অংশ নিন এবং বাচ্চাদের বায়োমেট্রিক আপডেট করিয়ে ফেলুন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |