শুভ ভাইফোঁটা, নিজের ভাই ও বোনেদের শুভেচ্ছা পাঠান এই ম্যাসেজগুলি দিয়ে

Updated on:

happy vaiphota

আজ সকল ভাই বোন থেকে শুরু করে দাদা দিদিদের কাছে একটা আনন্দের ও বিশেষ দিন। কারণ আজ ভাইফোঁটা। আজ আজকের মতো এই শুভ দিনে আনন্দে মেতে উঠেছেন। এমনিতে কথায় আছে, বাঙালির বারো মাসে তেরো পার্বন। এক কথায় সারাবছরই বাঙালিদের কিছু না কিছু উৎসব লেগেই থাকে। যার মধ্যে অন্যতম হল এই ভাইফোঁটা। সারাবছর একে অপরের সঙ্গে ঝগড়া, মারামারি কিংবা মুখ দেখাদেখি বন্ধ থাকলেও এই বিশেষ দিনটায় সবাই মিলে মিশে একাকার হয়ে যান।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আজ ভাইফোঁটা

এই ভাইফোঁটা আবার নানা নামে পরিচিত। যেমন ভাইদুজ, ভাতৃদ্বিতীয়া ইত্যাদি। অনেকেই হয়তো জানেন তো আবার অনেকেই হয়তো জানেন না যে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাইফোঁটা। এটি ভাই-বোনের অটুট বন্ধনের কামনায় পালিত একটি পবিত্র উৎসব। ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন।

ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাই -দাদাদের কপালে চন্দন-কাজল- দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ করে, তাদের মঙ্গল কামনা করেন। যেমন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা। যাইহোক, অনেক ক্ষেত্রেই দেখা যায়, পেশাগত ক্ষেত্রে কিংবা অন্যান্য কাজে দাদা বা দিদি, ভাই বা বোন কাছে থাকে না। ফলে ফোঁটাও মেলে না। তবে চিন্তা নেই, আপনিও আপনার কাছের মানুষকে দূর থেকে হলেও শুভেচ্ছা জানাতে পারবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভাইফোঁটার শুভেচ্ছাবার্তা

১) এই শুভ তিথিতে তোর কপালে দেব চন্দন -কাজলের ফোঁটা। শুভ ভ্রাতৃদ্বিতীয়া!

২) এই ভ্রাতৃদ্বিতীয়া আরও মজবুত করে তুলবে ভাই-বোনের ভালোবাসার বন্ধন। শুভ ভাইফোঁটা সকলকে!

৩) জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার বোন হোক সফল। এটাই প্রার্থনা ভগবানের কাছে। শুভ ভ্রাতৃদ্বিতীয়া ২০২৪!

৪) ভ্রাতৃদ্বিতীয়ার অনেক শুভেচ্ছা জানাই আপনার ও আপনার পরিবারকে।

৫) আমার মিষ্টি বোনকে জানাই ভ্রাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা।

৬) যতই ঝগড়া হোক, ভাই-বোনের সম্পর্ক থাকুক অটুট। শুভ ভাইফোঁটা সকলকে।

৭) ভ্রাতৃদ্বিতীয়ার এই পবিত্র দিনে, সুখে থাকুক সবাই। শুভ ভ্রাতৃদ্বিতীয়া!

৮) শুভ ভ্রাতৃদ্বিতীয়া ২০২৪! মিলেমিশে থাকুক পৃথিবীর সকল ভাই -বোন।

৯) এই বন্ধন হয়ে থাক সদা চিরন্তন! ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা সকলকে।

১০) দুয়ারে পড়বে কাঁটা এমন শুভ দিনে, প্রেম প্রীতি ভালোবাসায় রেখো তোমার বোনরে মনে। শুভ ভাইফোঁটা।

১১) যদি ফোঁটা হতো বছরে প্রতিদিন,  জমতো আড্ডা খুশিতে চিরদিন, পাওনা গণ্ডার মিষ্টি ঝগড়ায়। জীবন হতো রঙ্গীন। শুভ ভাইফোঁটা।

১৩) ভাইফোঁটার শুভেচ্ছা রইল, সুস্থ থেকো, ভাল থেকো।

১৪) উইশ ইউ আ হ্যাপি ভাই ফোটা।

১৫) এখনও পর্যন্ত তুই আমার বেস্ট ফ্রেন্ড। শুভ ভাইফোঁটা।

১৬) জীবন অনেক সহজ হয়েছে, তুই ছিলি বলে। তোকে ছাড়া জীবন আমি ভাবতেই পারি না। ভাল থাকিস।

১৭) সারা পৃথিবী খুঁজলেও তোর মতো ভাল ভাই পাব না। শুভ ভাইফোঁটা

১৮) আমি যখনই কঠিন পরিস্থিতিতে পড়েছি, তখনই তোকে পাশে পেয়েছি। হ্যাপি ভাইফোঁটা।

১৯) জীবনের কঠিন সিদ্ধান্তগুলো তোকে ছাড়া নিতে পারতাম না। শুভ ভাইফোঁটা।

২০)তুই আমার জীবনে এমন একজন যাকে সবসময় শ্রদ্ধা করেছি, ভাল থাকিস। শুভ ভাইফোঁটা।

২১ ) আজ এই শুভক্ষণে তোকে দূর থেকেই জানাই অনেক অনেক ভালোবাসা। শুভ ভাইফোঁটা।

২২ ) দূরে হোক বা কাছে, তুই সবসময় আমাকে আগলে রাখিস। এমনই থাক সারা জীবন। তোকে জানাই ভাই ফোঁটার অনেক অনেক শুভেচ্ছা।

২৩ ) আমার জীবনে তোর মত একজন মানুষকে পেয়ে আমি খুব গর্বিত। এইভাবেই সফলতা আসুক তোর জীবনে। তোকে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা।

২৪) পড়াশোনায় আরও উন্নতি হোক, খুব তাড়াতাড়ি ফিরে আয়। ভাই ফোঁটায় তোকে খুব মিস করছি। খুব ভালো থাকিস। শুভ ভাইফোঁটা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group