সৌভিক মুখার্জী, কলকাতা: গাড়ি চালকদের জন্য এবার বিরাট সুখবর। জিএসটি সেভিংস ফেস্টিভ্যালের মাধ্যমে এবার ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ট্যাক্স কমানোর (Toll Tax Reduction) সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা করল। জানা গিয়েছে, আগামী সপ্তাহ থেকেই সারা দেশে নতুন টোল ট্যাক্স কার্যকর করা হবে। আর এর ফলে গাড়ি চালকদের কমপক্ষে ৫ থেকে ১০ টাকা সাশ্রয় হতে চলেছে প্রতিটি টোল ট্যাক্সে।
জারি হয়েছে নতুন নির্দেশিকা
NHAI-র চন্ডিগড় আঞ্চলিক দপ্তর থেকে গত ২৯ সেপ্টেম্বর একটি নির্দেশিকা জারি করা হয়েছে। আর সেখানে সমস্ত প্রজেক্ট ডিরেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা নিজেদের টোলপ্লাজার নতুন রেট কার্যকর করে। আর এবার থেকে ২০০৪-০৫ সালের পরিবর্তে ২০১১ সালের মুদ্রাস্ফীতি হারকেই প্রাধান্য দেওয়া হবে।
প্রসঙ্গত, এতদিন যাবৎ প্রতি বছর ১ এপ্রিল থেকে নতুন টোল রেট কার্যকর করা হতো। এমনকি ২০০৪-০৫ সালকেই ভিত্তি করে টোল ট্যাক্স বাড়ানো হতো। তবে এ বছর এপ্রিল মাসে টোল রেট ৫ থেকে ৭% বাড়ানো হয়েছিল। কিন্তু এই সিদ্ধান্তে সেই বাড়তি চাপ অনেকটাই কমবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
কেন কমানো হচ্ছে টোল ফি?
অমর উজালার রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, আগে ২০০৪-০৫ সালের ভিত্তিতে টোলের লিঙ্কিং ফ্যাক্টর ১.৬৪১ ধরা হয়েছিল। কিন্তু ২০১১-১২ সালের ভিত্তিতে তা নেমে এসেছে ১.৫৬১। আর সেই হিসেবে এবার টোল রেট অনেকটাই কমছে। এর ফলে এপ্রিল মাসে যে বাড়তি হার ধরা হয়েছিল, তা বাতিল হয়ে যেতে পারে। প্রসঙ্গত, ২০২৪ সালে ৭.৫% টোল ট্যাক্স বাড়ানো হয়েছিল। আর ২০২৫ সালের এপ্রিল মাসে আরও ৫% বাড়ানো হয়। তবে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে টোল রেট আবারও আগের জায়গায় ফিরে আসতে পারে।
আরও পড়ুনঃ কিছু সরকারি কর্মীদের জন্য ৩০ দিনের দিওয়ালী বোনাস দেওয়ার ঘোষণা কেন্দ্রের
এদিকে চন্ডিগড় অঞ্চলের NHAI দপ্তর ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করে দিয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ছোট গাড়ির টোল গড়ে ৫ থেকে ১০ টাকা কমবে। আর দীর্ঘযাত্রার ক্ষেত্রে তা আরও কমতে পারে। প্রসঙ্গত, বর্তমানে দেশে মোট ১০৮৭টি টোল প্লাজা রয়েছে, যা ১.৫ লক্ষ কিলোমিটার জাতীয় সড়ককে কভার করে। এখান থেকে বছরে ৬১ হাজার কোটি টাকা টোল আদায় করা হয়। ফলে গড়ে প্রতিদিন দাঁড়ায় প্রায় ১৬৮ কোটি টাকা। সবথেকে বড় ব্যাপার, হরিয়ানাতেই রয়েছে শুধুমাত্র ৫৫টি টোল প্লাজা, যেগুলি থেকে প্রতিদিন প্রায় ৯ কোটি টাকা সংগ্রহ করা হয়। আর এর মধ্যে হিসার অঞ্চলের ১০টি টোল প্লাজা প্রতিদিন ১.৬৮ কোটি টাকা রাজস্ব নিয়ে আসে।