সরকারি প্রকল্প থেকে ব্যাঙ্কিং, সব কাজ হবে মুহূর্তে! জানুন আধার কার্ডের ৫ দারুণ সুবিধা

Published on:

Aadhaar Card

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময় দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র কোনও পরিচয়পত্র নয়, বরং এটি দেশের সবথেকে বিশ্বস্ত ডিজিটাল আইডেন্টিটি হয়ে উঠেছে। সরকারি দপ্তর থেকে শুরু করে ব্যাঙ্ক কিংবা বেসরকারি সংস্থা, এখন আধার কার্ডকেই নির্ভরযোগ্য প্রমাণপত্র হিসেবে গ্রহণ করছে। ট্রেনের টিকিট বুকিং থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, সব জায়গায় এখন আধার কার্ডের জুরিমেলা ভার। আজকের প্রতিবেদনে জানাবো, আধার কার্ডের এমন পাঁচটি গুরুত্বপূর্ণ সুবিধা, যেগুলি আমাদের দৈনন্দিন জীবনকে আরও শতগুণ সহজ করে তুলেছে।

সরকারি ভর্তুকি সরাসরি ব্যাঙ্কে

আগে গ্যাসের সাবসিডি, স্কলারশিপ, রেশন কিংবা কিষাণ সম্মান নিধি প্রকল্পের গ্রাহকদের অভিযোগ থাকত যে, দরকারি টাকা পৌঁছত না বা অনেক সময় লাগত। আর এখন ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা হচ্ছে। ফলে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা বাদ পড়েছে আর সাধারণ মানুষ সুবিধা পাচ্ছে।

ট্রেনের টিকিট বুকিং-এ নতুন নিয়ম

আগামী ১ অক্টোবর থেকে ভারতীয় রেলওয়ে গুরুত্বপূর্ণ নিয়ম চালু করছে। IRCTC-এর মাধ্যমে এখন অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক। আর এর লক্ষ্য হল বুকিং কিংবা টিকিট কালোবাজারি বা পরিচয় জালিয়াতি রোধ করা। ফলে যাত্রীদের ভ্রমণ আরো স্বাচ্ছন্দ্যে হবে।

প্যান কার্ড এবং আয়কর রিটার্ন

প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা এখন সবথেকে বড় কাজ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে কর ফাঁকি বা প্যান কার্ড জালিয়াতির মতো সমস্যা অনেকটাই কমে এসেছে। আধার ভিত্তিক ভেরিফিকেশন হওয়ার কারণে দ্রুত কাজ হয়। আগে যেখানে কাগজপত্র পাঠিয়ে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হত, এখন সেই কাজ মুহূর্তের মধ্যেই সম্পন্ন হয়।

ই-কেওয়াইসিতে দ্রুত ভেরিফিকেশন

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা কিংবা লোন নেওয়া বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, প্রতিটি ক্ষেত্রেই আগে লম্বা ফর্ম ফিলাপ করতে হত এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ঝুঁকি পোহাতে হত। তবে এখন আধার ভিত্তিক ই-কেওয়াইসি-র মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই তা সম্পন্ন হয়ে যায়। আর ব্যাঙ্ক বা টেলিকম সংস্থাগুলিতেও আধার বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুনঃ চারধাম যাত্রায় বেড়িয়ে হুগলীতে ভয়াবহ বাস এক্সিডেন্ট! মৃত ১, আহত অন্তত ৩০

পরিচয়পত্র হিসেবে আধার

পাসপোর্ট, স্কুল-কলেজে ভর্তি কিংবা গ্যাস কানেকশন, যেখানেই প্রমাণপত্রের দরকার হয়, আধার কার্ড এখন সবার প্রথম পছন্দ। আগে বিদ্যুতের বিল, রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্সকে দেখাতে হত। তবে এখন আধার কার্ডের কিউআর কোড বা বায়োমেট্রিক ভেরিফিকেশন ঠিকানা ও পরিচয় নিশ্চিত করছে খুব সহজেই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥