ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি শূকর আছে? রইল শীর্ষ পাঁচের তালিকা, নাম বাংলারও

Published on:

Top 5 states with most pigs

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি শূকর আছে? এমন প্রশ্ন শুনে হকচকিয়ে যান অনেকেই। সাধারণত, শূকর নামক এই প্রাণীটির সংখ্যার দিক থেকে দেশের কোন রাজ্য সবচেয়ে এগিয়ে, তা জানা নেই অনেকেরই। তবে বিষয়টি আকর্ষণীয় হওয়ায় কৌতূহলের বশে উত্তর খুঁজতে থাকেন কেউ কেউ। কাজেই আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়লে আশা করি এই সংক্রান্ত কোনও প্রশ্ন খুঁজতে বাড়তি সময় নষ্ট করতে হবে না আপনাদের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শূকরের সংখ্যার দিক থেকে এগিয়ে থাকা দেশের 5 রাজ্য

প্রথমেই বলে রাখি, ভারতে শূকর পালন গ্রামীণ ও উপজাতি সম্প্রদায়, বিশেষ করে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বসবাসকারী মানুষের জীবিকার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। 2019 সালে পরিচালিত 20তম পশুপালন আদমশুমারি অনুযায়ী, দেশে মোট শূকরের সংখ্যা প্রায় 90.6 লক্ষ।

রিপোর্ট অনুযায়ী, প্রায় 27 কোটিরও বেশি পরিবারের তরফে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে সংগঠিত হয়েছিল এই আদমশুমারি। আর সেই সূত্র ধরেই প্রকাশ্যে আসে শূকরের সংখ্যার নিরিখে এগিয়ে থাকা ভারতের শীর্ষ 5 রাজ্যের তালিকা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ছত্তিশগড়

শূকরের সংখ্যার নিরিখে ভারতের শীর্ষ রাজ্যগুলির তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ছত্তিশগড়। রাজ্যটিতে শূকরের সংখ্যা 5.3 লক্ষেরও বেশি। আসলে ছত্তিশগড়ে মূলত গ্রামীণ এলাকাগুলিতে ক্ষুদ্র পরিসরে শূকর পালন হয়ে থাকে।

পশ্চিমবঙ্গ

2019 আদমশুমারির তথ্য অনুযায়ী, তালিকার চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এরাজ্যে শূকরের সংখ্যা 5.4 লক্ষেরও বেশি। আসলে স্থানীয়দের চাহিদা অনুযায়ী, ক্ষুদ্র পরিসরে রাজ্যে এই বিশেষ প্রাণীটিকে লাল পালন করা হয়।

মেঘালয়

শূকরের সংখ্যার নিরিখে ভারতের শীর্ষ 5 রাজ্যের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মেঘালয়। উত্তর-পূর্বের এই রাজ্যে স্থানীয় উপজাতি সম্প্রদায়ের খাদ্য সংস্কৃতি ও অর্থনীতির একটা বড় অংশের চাহিদা মেটায় শূকর। 2019 সালের আদমশুমারি অনুযায়ী রাজ্যটিতে শূকরের সংখ্যা 7.1 লক্ষ।

ঝাড়খন্ড

শূকর পালনের ক্ষেত্রে ঝাড়খণ্ডের নাম বারংবার উঠে আসে। মূলত জীবিকা নির্বাহের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক দিক মাথায় রেখে এই রাজ্যের উপজাতি সম্প্রদায়ের মানুষ শূকর পালন করে থাকে। রাজ্যটিতে এই বিশেষ প্রাণীটির সংখ্যা 12.8 লক্ষের বেশি।

অবশ্যই পড়ুন: সীমান্ত দিয়ে ২ হাজার জনকে ‘পুশ ব্যাক’ ভারতের, অভিযোগ শানিয়ে মমতার গুণগান বাংলাদেশে!

শীর্ষস্থানে অসম

সর্বশেষ পশুপালনের আদমশুমারি অনুযায়ী, শূকরের সংখ্যার নিরিখে ভারতের শীর্ষ রাজ্যগুলির তালিকায় সবচেয়ে এগিয়ে অর্থাৎ মগডালে রয়েছে অসম। বিজেপি শাসিত এই রাজ্যটিতে শূকরের সংখ্যা 21 লাখেরও বেশি। আসলে অসমের গ্রামীণ ও উপজাতি সম্প্রদায়ের অর্থনীতি এবং সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ শূকর পালন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group