ঘরে বসে অনলাইনে করুন টোটোর রেজিস্ট্রেশন, কীভাবে? কত খরচ, কী কী লাগবে জেনে নিন

Published:

Toto Registration
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তরের তরফ থেকে অটোর মতো টোটোরও রেজিস্ট্রেশন (Toto Registration) বাধ্যতামূলক করা হয়েছে। জানানো হয়, নম্বর প্লেট ছাড়া আর কোনও টোটোকে রাস্তায় উঠতে দেওয়া যাবে না। হ্যাঁ, রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী নিজেই জানিয়েছিলেন এ কথা। এমনকি গতকাল অর্থাৎ ১৩ অক্টোবর থেকেই শুরু হয়েছে রাজ্যজুড়ে টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া, যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আজকের প্রতিবেদনে আমরা জানাবো, অনলাইনে কীভাবে টোটোর রেজিস্ট্রেশন করবেন, কত টাকা খরচ পড়বে, কী কী ডকুমেন্ট লাগবে ইত্যাদি তথ্য।

কেন জরুরী টোটোর রেজিস্ট্রেশন?

আসলে পরিবহন দপ্তরের রিপোর্ট অনুযায়ী, দিনের পর দিন রাজ্যজুড়ে টোটোর দৌরাত্ম্য বাড়ছে। নিত্য যাত্রীদের এই টোটোর জন্যই ভোগান্তি পোহাতে হচ্ছে। কারণ, এখন যানজট নিত্যদিনের ঘটনা। আর এই অবৈধ টোটো নিয়ন্ত্রণ করার জন্যই সরকারের তরফ থেকে গাইডলাইন জারি করে জানানো হয়েছে যে, রেজিস্ট্রেশন ছাড়া আর কোনও টোটো রাস্তায় উঠতে পারবে না। এমনকি পরিবহন দপ্তরের তরফ থেকে নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে। কোনও জাতীয় সড়ক বা রাজ্য সড়কে টোটো নিয়ে ওঠা যাবে না বলেও জানানো হয়।

কীভাবে করবেন টোটোর রেজিস্ট্রেশন?

সম্প্রতি টোটোর রেজিস্ট্রেশন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের তরফ থেকে একটি অফিসিয়াল পোর্টাল চালু করা হয়েছে। সেখানে অনলাইনের মাধ্যমেই খুব সহজে আবেদন করা যাবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের টোটো রেজিস্ট্রেশন পোর্টালে (https://tten-wb.in/) ভিজিট করুন।
  • এরপর “Apply for TTEN Now” অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর আপনার মোবাইল নম্বর দিয়ে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করতে হবে।
  • এরপর মোবাইলে আসা ওটিপি ইনপুট করে সাবমিট করতে হবে।
  • এরপর আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। উল্লেখ্য, সেখানে মালিকের বিবরণ, গাড়ির বিবরণ এবং অন্যান্য কিছু তথ্য দিতে হবে।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
  • এরপর রেজিস্ট্রেশন ফ্রি বাবদ ১০০০ টাকা পেমেন্ট করুন যা প্রথম ছয় মাসের জন্য কার্যকর থাকবে। এরপর প্রতি বছরে ১০০ টাকা করে রিনিউয়াল করতে হবে।
  • এরপর আবেদন জমা দিয়ে রশিদ ডাউনলোড করে রাখুন।

তবে উল্লেখ করার বিষয়, আবেদন করে বসে থাকলেই হবে না। পরিবহন দপ্তরের তরফ থেকে আপনার আবেদনটিকে খতিয়ে দেখা হবে। তার জন্য আপনাকে নির্দিষ্ট তারিখে আরটিও অফিসে গাড়ি এবং আবেদনপত্র নিয়ে যেতে হবে সেখানে আধিকারিকরা গাড়িটিকে পরীক্ষা করে দেখবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলেই টোটোর জন্য পার্মানেন্ট রেজিস্ট্রেশন নম্বর ইস্যু করা হবে।

কী কী ডকুমেন্ট দরকার?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, টোটোর রেজিস্ট্রেশন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলি প্রয়োজন পড়বে—

  • গাড়ির মালিকের পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ভোটার আইডি কার্ড কিংবা প্যান কার্ড।
  • ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার আইডি কার্ড, রেশন কার্ড।
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • গাড়ির ডকুমেন্ট হিসেবে গাড়ি কেনার চালান, ইঞ্জিন এবং চেসিস নম্বর।
  • গাড়ির ছবি।
  • বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি।

আরও পড়ুনঃ ৯৯ মাসে সর্বনিম্ন মুদ্রাস্ফীতি! GST কমতেই স্বস্তির নিঃশ্বাস জনতার

তাই আজই অনলাইনের মাধ্যমে আপনার টোটোর রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিন। কারণ, আগামী ৩০ নভেম্বরের পর আর বিনা রেজিস্ট্রেশনে টোটো নিয়ে রাস্তায় ওঠা যাবে না বলেই জানিয়েছে পরিবহন দপ্তর।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join