শেষ সুযোগ! ট্রাফিক চালান হবে একদম মাফ

Published on:

National Lok Adalat

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যবাসীর জন্য আজকের দিনটি সোনায় সোহাগা। আজ 10 মে, 2025। শনিবার দিল্লির সব কোর্ট কমপ্লেক্সে চলছে জাতীয় লোক আদালত (National Lok Adalat)। আর এখানেই আপনি ট্রাফিক পুলিশের হাজার হাজার টাকার চালান থেকে মুক্তি পেতে পারেন। হ্যাঁ ঠিকই পড়েছেন। এমনকি 25 হাজার টাকার চালানও হতে পারে একদম মুকুব।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ট্রাফিক চালান থেকে পাওয়া যাচ্ছে নিস্তার

সম্প্রতি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কম্পাউন্ডেবল ট্রাফিক চালান অর্থাৎ, যেগুলি ওন-স্পটে বা অনলাইনে জরিমানা মিটিয়ে দেওয়া যায়, সেগুলো আজ লোক আদালতে নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, 31 জানুয়ারি, 2025 পর্যন্ত সমস্ত চালানগুলি এই সুযোগের আওতায় পড়বে বলেই জানানো হয়েছে।

কতটা ছাড় মিলতে পারে?

বিগত দিনের লোক আদালতগুলির হিসাব বলছে, 50% থেকে 70% পর্যন্ত চালানের ছাড় পাওয়া গিয়েছিল আগে। তাই আজও সেই সম্ভাবনা থাকছে। যদি পুরনো কোন ট্রাফিক চালান থাকে, তাহলে তার নিষ্পত্তি করার উপযুক্ত সময় এটিই। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কীভাবে অংশ নেবেন?

এই লোক আদালতে অংশগ্রহণ করার জন্য প্রথমে দিল্লির ট্রাফিক পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে চালান ডাউনলোড করতে হবে। এরপর সেটিকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। জানিয়ে রাখি, সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে নির্ধারিত কোর্ট কমপ্লেক্সে পৌঁছে যেতে হবে।

তবে জানা যাচ্ছে, ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ 7টি এবং বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ 2টি চালান নিষ্পত্তি হবে। এমনকি প্রত্যেক বেঞ্চে সর্বোচ্চ 1000টি চালান নিষ্পত্তি করা হবে। মোট 180টি বেঞ্চে আজ প্রায় 1.8 লক্ষ চালান নিষ্পত্তির টার্গেট নেওয়া হয়েছে।

কোথায় কোথায় চলছে এই লোক আদালত?

বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে, আজকের এই লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে দিল্লির বিভিন্ন হাইকোর্ট কমপ্লেক্সে। সেগুলি হল – তিস হাজারি, রাউস অ্যাভিনিউ, সাকেত, পাতিয়ালা হাউস, কারকারডুমা, রোহিনী এবং দ্বারকা।

ট্রাফিক চালান ছাড়াও নিষ্পত্তি হবে আরো বহু মামলা

সূত্রের খবর, এই লোক আদালতে শুধুমাত্র ট্রাফিক চালান নয়, বরং নিস্পত্তি করবে বিভিন্ন পুরনো দেওয়ানি ও পারিবারিক মামলাও। হ্যাঁ, মোটর দুর্ঘটনা ও ইন্সুরেন্স সংক্রান্ত বিবাদ থেকে নিষ্পত্তি পাওয়া যাচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ ও জলের বিলের মামলারও নিষ্পত্তি পাওয়া যাচ্ছে। এছাড়া বেতন ও পেনশন সংক্রান্ত বিবাদও মিটছে এই লোক আদালতে।

আরও পড়ুনঃ রিটায়ারমেন্টের পর প্রতিমাসে মিলবে ১০,০০০ টাকা! রইল বিনিয়োগের সেরা ঠিকানা

শুধু তাই নয়, চেক বাউন্স মামলা, বিবাহ সংক্রান্ত বিভিন্ন মামলা, জমি অধিগ্রহণ বা অন্যান্য দেওয়ানি মামলার নিষ্পত্তি আজকের এই লোক আদালতে করা যাচ্ছে। তাই আপনার কাছে যদি কোনও পুরনো ট্রাফিক চালান বা কোন আইনি বিবাদ থেকে থাকে, তাহলে আজই মুক্তি পেতে পারেন এই লোক আদালতের মাধ্যমে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group