ঘোরার মরসুমে ৩ ট্রিকসে বুক করুন ট্রেনের কনফার্ম টিকিট

Published on:

train ticket

শ্বেতা মিত্র, কলকাতাঃ বর্তমান সময়ে ভারতের একটা বড় অংশের মানুষ ট্রেনে করে যাতায়াত করেন। কারণ ট্রেনে ভ্রমণ একদিকে যেমন সস্তার ঠিক তেমনই আরামদায়ক। তার ওপর এখন শীতকাল। আর শীতকালে ভ্রমণপ্রেমী মানুষ সুযোগ পেলেই ট্রেনের টিকিট কেটে কোথাও না কোথাও চলে যান। কিন্তু অনেক সময়েই দেখা যায় ‘উঠল বাই তো চলো কটক যাই’ অবস্থায় ট্রেনের টিকিট কাটেন বেশিরভাগ মানুষ। তবে ট্রেনের টিকিটের ক্ষেত্রে কখন কী হয়ে যায় কেউ বলতে পারে না। ভাগ্য যদি ভালো থাকে তাহলে সঙ্গে সঙ্গে কনফার্ম টিকিট পাওয়া যায়, যদি কপাল ভালো না থাকে তাহলে তৎকালে টিকিট কাটতে হয়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সেক্ষেত্রে অনেকটা টাকা দিয়ে ও কাঠখড় পুড়িয়ে এই তৎকালের টিকিট কাটতে হয়। তবে আপনিও যদি কিছু টিপস মাথায় রাখেন তাহলে খুব সহজেই তৎকাল টিকিট কেটে নিতে সক্ষম হবেন আপনিও। তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে কী কী জিনিস মাথায় রাখতে হবে? আজকের এই প্রতিবেদনে সেটা নিয়েই আলোচনা হবে।

IRCTC মোবাইল অ্যাপ ব্যবহার করুন

১) তৎকাল টিকিট বুক করার সময় সবসময় আইআরসিটিসি মোবাইল অ্যাপটি ব্যবহার করতে ভুলবেন না। এটি আপনাকে দ্রুত বুকিং করতে সহায়তা করে। অনেকেই এ বিষয়ে জানেন না, যার কারণে আপনার টিকিট কনফার্ম হয় না কিংবা দেরি হয়। যাইহোক, আইআরসিটিসি অ্যাপে লগ ইন করার পর হোম পেজের নিচের দিকে ‘More’-এ ক্লিক করতে হবে। বায়োমেট্রিক যাচাইকরণ চালু করুন। এটি করার ফলে লগইন করার সময় ক্যাপচা এবং ওটিপি বাইপাস করতে পারে। এটি তাৎক্ষনিক বুকিংয়ের সময় আপনার সময় সাশ্রয় করতে পারে। আইআরসিটিসি অ্যাপের হোম পেজে ‘অ্যাকাউন্ট’-এ ক্লিক করতে হবে। ‘মাই মাস্টার লিস্ট’-এ নাম, বয়স এবং লিঙ্গের মতো বিশদ প্রাক-পূরণ করুন। এতে তাৎক্ষণিক বুকিংয়ের সময় সাশ্রয় হয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দ্রুতগতির ইন্টারনেট জরুরি

মনে রাখবেন যে ততকাল টিকিট বুকিংয়ের জন্য দ্রুত ইন্টারনেট থাকা জরুরি। কারণ বুকিংয়ের সময়ে বারবার যদি আপনার অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায় তাহলে কেলেঙ্কারির শেষ থাকবে না। তারপরেও যদি আপনার ফোনে ইন্টারনেটে সমস্যা হয় তাহলে ভালো সিগন্যাল আছে এমন এলাকায় যান, বা wifi ব্যবহার করুন।

Auto Upgradation নির্বাচন করুন

বুকিংয়ের সময় কনফার্মড টিকিট চাইলে প্যাসেঞ্জার ডিটেইলসে ‘অটো আপগ্রেডেশন’-এ টিক দিন। এতে করে স্লিপার ক্লাসে টিকিট বুক করলে এবং টিকিট না পাওয়া গেলে আপনাকে এসি ক্লাসের প্রাপ্যতা সম্পর্কে জানানো হবে এবং আপনি তা আপগ্রেড করতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group