সৌভিক মুখার্জী, কলকাতা: এবার স্লিপার কোচের টিকিট কাটলেই চড়তে পারবেন থার্ড এসিতে! কি চমকালেন তো? আসলে এটাই সত্যি। ভারতের রেলের (Indian Railways) নয়া নিয়ম অনুযায়ী, এবার স্লিপার বা সেকেন্ড সিটিং ক্লাসের কনফার্ম টিকিট থাকলেই আপনি পাবেন এসি কোচে আপগ্রেডের সুবিধা, তাও কোনও অতিরিক্ত খরচ ছাড়াই। ভাবছেন কীভাবে? জানিয়ে দিচ্ছি আমরা এই প্রতিবেদনে।
কী বলছে নয়া নির্দেশিকা?
সম্প্রতি ভারতীয় রেল বোর্ড একটি নির্দেশিকায় জানিয়েছে, ট্রেন ছাড়ার প্রায় চার ঘন্টা আগে তৈরি হওয়া প্রথম চার্টের সময় যে সমস্ত এসি কোচে আসন খালি থাকবে, সেগুলোকে স্বয়ংক্রিয়ভাবেই পূরণ করা হবে স্লিপার কোচ এবং সেকেন্ড ক্লাসের কনফার্ম টিকিটধারী যাত্রীদের দ্বারা। আর রেলের নিয়ম অনুযায়ী একে বলা হচ্ছে অটো আপগ্রেড সুবিধা।
তাহলে কারেন্ট বুকিং বন্ধ হচ্ছে?
এই নয়া নিয়মের ফলে এসি ক্লাসের কোচগুলির কারেন্ট বুকিং-র সুবিধা হয়তো বন্ধ হয়ে যেতে পারে। কারণ অটো আপগ্রেডের ফলে সমস্ত এস কোচের সিটগুলি ভরে যাবে। তখন শেষ মুহূর্তে বুকিং-র জন্য আর কোনোরকম সুযোগ পাওয়া হয়তো সম্ভব হবে না। তবে স্লিপার বা সেকেন্ড সিটিং ক্লাসের যাত্রীরা আগের মতোই কারেন্ট বুকিং-র সুবিধা পেতে পারে।
অটো আপগ্রেড কাদের জন্য প্রযোজ্য?
সবাই যে অটো আপগ্রেড পাবে, এমনটা কিন্তু নয়। কিছু শর্ত পূরণ করতে হবে। অটো আপগ্রেডের সুবিধা শুধুমাত্র তাদের ক্ষেত্রেই কার্যকর হবে, যারা নিজেদের টিকিট সম্পূর্ণ ভাড়া দিয়ে কেটেছেন বা তৎকাল টিকিট কেটেছেন। অর্থাৎ, যারা টিকিটে কোনোরকম ছাড় পায়নি, তাদের ক্ষেত্রেই একমাত্র আপগ্রেডের সুবিধা দেওয়া হবে।
আরও পড়ুনঃ হাওড়া, বর্ধমান রুটে ছুটতে পারে AC লোকাল! ভাড়া কত? দেখুন স্টপেজ ও দূরত্ব
কতদূর পর্যন্ত আপগ্রেড হবে?
রেল বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, এই আপগ্রেড প্রসেসটি দুটি স্তর পর্যন্ত হতে পারে। প্রথমত, স্লিপার ক্লাস থেকে আপগ্রেড হতে পারে থার্ড এসি বা সেকেন্ড এসিতে। এর পাশাপাশি সেকেন্ড সেটিং থেকে আপগ্রেড হয়ে ভিস্টাডোম 2S অথবা চেয়ার কারে যাওয়া যেতে পারে। তবে ফার্স্ট এসি বা এক্সিকিউটিভ ক্লাসে আপগ্রেড শুধুমাত্র তার এক স্তর নীচের ক্লাস থেকেই হবে। অর্থাৎ 2A থেকে 1A, অথবা CC থেকে EC-এর মধ্যে।
আর এ বিষয়ে দক্ষিণ রেলওয়ের এক আধিকারিক জানিয়েছেন, সাধারণভাবে আমাদের জোনে এসি কোচ প্রায় সবসময় বুকিং থাকে। তবে কিছু কিছু সময়ে কোনও কোনও ট্রেনের এসি কোচ খালি থাকে। আর সেই সময় এই অটো আপগ্রেড ব্যবস্থার মাধ্যমে কিছু কিছু যাত্রীদের সুবিধা দেওয়া যাবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |