সৌভিক মুখার্জী, কলকাতা: ফ্লাইটে ভ্রমণের চিন্তাভাবনা করছেন? তাহলে আজকের প্রতিবেদনটি পড়ে নিন। হ্যাঁ, বিশেষ করে যারা অনভিজ্ঞ যাত্রী, তাদের লাগেজ (Flight Luggage Rules) গোছানো অনেক সময় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কারণ, তারা এমন কিছু সাধারণ জিনিসপত্র ব্যাগে রেখে ফেলে, যা নিরাপত্তার ক্ষেত্রে নিষিদ্ধ। ফলে চেকিং-এর সময় পোহাতে হয় ঝামেলা।
এমনকি এই ঝামেলায় পড়ে কেউ কেউ তো ফ্লাইটে মিস করেও ফেলেন! তো চলুন সময় থাকতে আজকের প্রতিবেদনে জেনে নিই, কোন কোন জিনিস ব্যাগে রাখা একেবারেই চলবে না, বিশেষ করে যদি আপনি প্রথমবার ফ্লাইটে চড়ার চিন্তাভাবনা করে থাকেন।
এই জিনিসগুলি ভুলেও রাখবেন না ব্যাগে
বিমান পরিবহন দপ্তর এবং এয়ারলাইন্স সংস্থাগুলির নিয়ম অনুযায়ী, বেশ কয়েকটি জিনিস রয়েছে, যেগুলি নিরাপত্তার কারণে লাগেজে নেওয়া নিষিদ্ধ। হ্যাঁ, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল – কাঁচি, দড়ি, সেলো টেপ, ব্লেড, নেইল কাটার, সুচ, নেইল ফাইল, আত্মরক্ষার লাঠি। এই জিনিসগুলো সাধারণ মনে হলেও ফ্লাইটের ক্ষেত্রে এগুলি বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই এই সমস্ত জিনিস ব্যাগে রাখা এড়িয়ে চলুন।
খেলাধুলার সামগ্রী নেওয়া থেকে বিরত থাকুন
যদি আপনি মনে করেন ক্রিকেট ব্যাট, হকি স্টিক, গলফ ক্লাব বা তীর ধনুকের মতো খেলাধুলার বড়সড় জিনিসপত্র লাগেজে নেবেন, তাহলে জানিয়ে রাখি, এগুলি ফ্লাইটে তোলা এক্কেবারে নিষিদ্ধ। এছাড়া পিপার স্প্রে। ইলেকট্রিক শক স্টিক বা আত্মরক্ষার জন্য ব্যবহৃত যন্ত্রপাতিও ফ্লাইটে তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।
শুকনো বা কাঁচা নারকেল একেবারেই নয়
বেশিরভাগ মানুষই হয়তো জানে না যে, ড্রাই নারকেল বা কাঁচা নারকেল ফ্লাইটে নিয়ে ওঠা যায় না। কারণ এগুলি দাহ্য বস্তু। অর্থাৎ, আগুন লাগার ঝুঁকি থাকে। তাই এগুলি নেওয়া থেকে বিরত থাকুন। পাশাপাশি ম্যাচ বক্স, লাইটার পেইন্টের মত কোনও দাহ্য বস্তু একেবারেই লাগেজে তুলবেন না।
মাংস, তরকারি বা তামাকজাত দ্রব্যও নিষিদ্ধ
অনেক যাত্রীরা ভেবে থাকেন, ঘরে রান্না করা খাবার বা মাংস বিমান সফরে নিয়ে যাবেন। তবে সচরাচর এই সমস্ত খাদ্যপণ্য কড়া নিয়মের আওতায় পড়ে এবং বাজেয়াপ্ত করে দেওয়া হয়। তাছাড়া বিড়ি, সিগারেট, তামাক, গাঁজা বা যেকোনো নেশাজাত দ্রব্য একেবারেই ফ্লাইটে তোলা নিষিদ্ধ। এগুলো তুললেই আইনি ঝামেলায় জড়াতে পারেন।
আরও পড়ুনঃ রথের আগে বিরাট সুখবর! হু হু করে দাম কমছে সোনা-রুপোর, আজকের রেট
তরল পদার্থের ক্ষেত্রেও নিয়ম
জানিয়ে রাখি, বিমানে তরল বহনের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নিয়ম। হ্যাঁ, অধিকাংশ ফ্লাইটে 1 লিটারের বেশি তরল পদার্থ বহন করা যায় না। এর পাশাপাশি এক কনটেনারে 100 কিলোমিটারের বেশি তরল রাখা নিষিদ্ধ। যদি বেশি পরিমাণ তরল নিয়ে ঢুকে পড়েন, তাহলে সেটা বিমানবন্দরেই নামিয়ে রাখতে হয়।
তাই বিমানে ওঠার আগে অবশ্যই ব্যাগ চেক করে দেখুন, যে এই জিনিসপত্রগুলি ঢুকিয়েছেন কিনা। যদি ভুলেও ঢুকিয়ে ফেলেন, তাহলে আপনাকে আবারও ফেরত পাঠানো হবে সিকিউরিটি চেকিং-এ। এতে সময় নষ্ট হবে, পাশাপাশি ফ্লাইট মিস হওয়ারও ভয় থাকতে পারে।