ফ্রিতেই হবে সব! আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

Published on:

Aadhaar Update

সৌভিক মুখার্জী, কলকাতা: আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বিরাট সুখবর। এবার আধার আপডেটের (Aadhaar Update) সময়সীমা বাড়িয়ে দিল UIDAI। তবে একটি শর্ত রাখা হয়েছে। ফ্রিতে আপডেট করা যাবে শুধুমাত্র একটিমাত্র জিনিস। কিন্তু কী সেটা? চলুন এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নিই।

এক বছর বাড়ানো হলো সময় সীমা

আগামী বছরের 14 জুন পর্যন্ত ফ্রিতে অনলাইন আধার আপডেট করা যাবে বলে জানানো হয়েছে। তবে শর্ত একটাই, শুধুমাত্র ডেমোগ্রাফিক ইনফরমেশন আপডেট করা যাবে। অর্থাৎ নাম, ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি। যদিও এই সময় সীমা শেষ হওয়ার কথা ছিল 14 জুন, 2025। কিন্তু আবারও এক বছর সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। 

কোথায় এবং কীভাবে ফ্রিতে আপডেট করবেন?

UIDAI জানিয়ে দিয়েছে, এখন থেকে myAadhaar (https://myaadhaar.uidai.gov.in) পোর্টালে গিয়ে ফ্রিতে আধার আপডেট করা যাবে। তবে শুধুমাত্র নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং লিঙ্গ, এই চারটি তথ্য আপডেট করার সুযোগ থাকবে। বলে রাখি, ডেমোগ্রাফিক আপডেট করতে গেলে আপনাকে ঠিকানার প্রমাণপত্র এবং পরিচয়ের প্রমাণপত্র আপলোড করতে হবে। 

বায়োমেট্রিক আপডেট কীভাবে করবেন?

যদি কারোর আঙুলের ছাপ, চোখের রেটিনা বা ছবি পরিবর্তনের দরকার হয়, তাহলে তা অনলাইনে নয়, বরং নিকটবর্তী কোনও আধার সেবা কেন্দ্রে যেতে হবে। আর সেখানে গিয়ে নির্ধারিত ফি প্রদান করেই বায়োমেট্রিক আপডেট করাতে হবে। UIDAI জানিয়ে দিয়েছে, বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক না হলেও, প্রতি 10 বছর অন্তর একবার করে আপডেট করে নেওয়া ভালো। 

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ ভারতীয়দের ভিসার নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি সরকার, বাংলাদেশ-পাকিস্তানের কী হাল?

বাচ্চাদের আধার নিয়ে কী আপডেট?

বাচ্চাদের ক্ষেত্রে বাল আধার অর্থাৎ, পাঁচ বছরের নীচে শিশুদের জন্য তৈরি আধার কার্ড প্রথমে আপডেট করতে হয় 5 বছর বয়সে। এরপর 15 বছর বয়স হলে সেই কার্ড আপডেট করা যায়। এই দুই সময় সীমার মধ্যে বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক।

বলে রাখি, যদি কোনোরকম সমস্যা হয়, তাহলে UIDAI-র টোল ফ্রি নম্বর 1947 অথবা, অফিসিয়াল ইমেইলে (help@uidai.gov.in) যোগাযোগ করে নিতে পারেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥