সহেলি মিত্র, কলকাতা: আপনারও কি আধার কার্ড রয়েছে? সম্প্রতি আপডেট করার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরী খবর। আগামী দিন থেকে আধার কার্ড আপডেট (Aadhaar Update) করানোর জন্য আপনার পকেট থেকে খসতে চলেছে অতিরিক্ত টাকা। আসলে UIDAI তাদের আধার -সম্পর্কিত পরিষেবার জন্য ফিতে পরিবর্তন ঘোষণা করেছে । নতুন ফি ১ অক্টোবর, ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৮ পর্যন্ত প্রযোজ্য হবে এবং UIDAI পরবর্তী চক্রের জন্য (১ অক্টোবর, ২০২৮ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০৩১) ফিও নির্ধারণ করেছে।
আধার আপডেট করলেই লাগবে অতিরিক্ত ফি
UIDAI -এর তরফে দেওয়া তথ্য অনুযায়ী, আগে যেসব পরিষেবার দাম ৫০ টাকা ছিল, এখন সেগুলোর দাম ৭৫ টাকা হবে, আর যেসব পরিষেবার দাম ১০০ টাকা ছিল, এখন সেগুলোর দাম ১২৫ টাকা হবে। এছাড়াও ৭৫ টাকা দামের পরিষেবার দাম এখন ৯০ টাকা হবে, আর ১২৫ টাকা দামের পরিষেবার দাম ১৫০ টাকা হবে।
যদিও বায়োমেট্রিক আপডেটের ক্ষেত্রে, এই পরিষেবাটি ৫ থেকে ৭ বছর বয়সী শিশুদের এবং ১৫ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য একবার বিনামূল্যে। অন্যান্য সকল বয়সের জন্য, বায়োমেট্রিক আপডেট ফি হবে ১২৫। তবে, সময়মত আপডেটগুলিকে উৎসাহিত করার জন্য, UIDAI ৭ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত এই ফি অবশ্য মকুব করেছে।
জানুন নতুন রেট
জনসংখ্যা সংক্রান্ত আপডেটের মধ্যে নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা, মোবাইল নম্বর বা ইমেলের মতো তথ্য আপডেট করা জড়িত। বায়োমেট্রিক আপডেটের পাশাপাশি এটি বিনামূল্যে করা হয়, তবে এখন আলাদাভাবে করলে ৭৫ টাকা খরচ হবে। আগে এই খরচ ছিল ৫০ টাকা। ডকুমেন্ট আপডেটের জন্য পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে। যদি myAadhaar পোর্টালের মাধ্যমে করা হয়, তাহলে এটি ১৪ জুন, ২০২৬ পর্যন্ত বিনামূল্যে। তবে, আধার কেন্দ্রে আপডেট করার জন্য এখন ৭৫ টাকা ফি দিতে হবে।
ঘরে বসে আধার পরিষেবার জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ (জিএসটি সহ) টাকা। একই ঠিকানায় একাধিক ব্যক্তি পরিষেবাটি ব্যবহার করলে, প্রথম ব্যক্তির জন্য চার্জ হবে ৭০০ টাকা এবং অতিরিক্ত প্রতিটি ব্যক্তির জন্য ৩৫০ টাকা