সৌভিক মুখার্জী, কলকাতা: এতদিন কার্ড বা ইউপিআই দিয়ে পেমেন্ট (UPI Payment) করতে গিয়ে পোহাতে হত বিভিন্ন রকম ঝামেলা। কখনো দিতে হত ওটিপি, আবার কখনো থাকত ব্যাঙ্কের সার্ভার ডাউন। তবে একবার ভাবুন তো, শুধুমাত্র ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট দিয়েই যদি পেমেন্ট করা যায়, তাহলে কেমন হবে? হ্যাঁ, এরকমই এক প্রযুক্তি চালু করতে চলেছে ফেডারেল ব্যাঙ্ক, যেখানে শুধুমাত্র ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট দিলেই হয়ে যাবে পেমেন্ট।
কীভাবে কাজ করবে নতুন সিস্টেম?
ET-এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এবার থেকে আর কোনো ওটিপি নয় বা কোনো কোড টাইপ নয়, শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট ছোঁয়ালেই হয়ে যাবে পেমেন্ট। এমনকি ফেস আইডি দিয়েও করা যাবে পেমেন্ট। প্রথমবার এই পদ্ধতিতে পেমেন্ট করতে গেলে গ্রাহকদের সম্মতি চাওয়া হবে। আর সম্মতি দেওয়ার পর আপনার মোবাইলে একটি বায়োমেট্রিক ভেরিফিকেশন পপআপ আসবে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একবার ভেরিফাই করলেই তারপর থেকে মাত্র দু’ক্লিকেই হয়ে যাবে পেমেন্ট।
কোথায় কোথায় ব্যবহার করা যাবে?
এই আধুনিক বায়োমেট্রিক পেমেন্ট প্রযুক্তি বর্তমানে শুধুমাত্র Paytm, PhonePe ও Google Pay-এর মধ্যে জনপ্রিয় অ্যাপগুলি, যেগুলি Android 5.0+ এবং iOS 13.0+ ভার্সনে চলে, সেখানেই পাওয়া যাবে। ধাপে ধাপে এটি অন্যান্য মার্চেন্ট অ্যাপেও চালু করা হতে পারে বলে জানা যাচ্ছে। আর যদি কোনো কারণে বায়োমেট্রিক ফেল হয়, তাহলে চিন্তার কোনো কারণ নেই। সেক্ষেত্রে ওটিপি বিকল্প রাস্তা হিসেবে থাকবে।
তবে এই প্রযুক্তি নিয়ে সবথেকে বড় আশ্বাস দিচ্ছে ফেডারেল ব্যাঙ্ক নিজেই। তাদের বক্তব্য, এই নতুন সিস্টেম একদিকে যেমন পেমেন্টের গতি বাড়াবে, অন্যদিকে গ্রাহকদের নিরাপত্তাও কয়েকগুণ বাড়াবে। কারণ ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক জালিয়াতি করার কোনো সম্ভাবনা থাকবে না। ফলে কার্ড জালিয়াতির মতো সমস্যাও অনেকটা নির্মূল হবে।
আরও পড়ুনঃ পরপর দু’দিন একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল শিয়ালদহ ডিভিশনে! বিজ্ঞপ্তি পূর্ব রেলের
উল্লেখ্য ফেডারেল ব্যাঙ্ক শুধুমাত্র সাধারণ গ্রাহকদের জন্য নয়, বরং মার্চেন্ট অ্যাপ ডেভেলপারদের জন্যও দিচ্ছে সহজ সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, যা অ্যাপে ইন্টিগ্রেড করলেই গ্রাহকরা সহজে বায়োমেট্রিক পেমেন্ট করতে পারবে। ফলে দোকানদারদেরও আর কোনো ঝামেলা পোহাতে হবে না, দ্রুত ও নিরাপদ ভাবে পেমেন্ট হয়ে যাবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |